মানুষ আমি আমার কেন পাখির মত মন....
(একটি গাড়ির শখ কার নেই? উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সবাই গাড়ির সপ্ন দেখে। আমারও গাড়ির প্রতি অনেক আগ্রহ। একজন নেশাদার ড্রাইভার হিসেবে আমি যেসব গাড়ি চালিয়েছি বা যেসব গাড়ি সম্পর্কে জানি তা নিয়ে একটি সিরিজ পোস্ট শুরু করলাম। যাদের নতুন গাড়ি কেনার সামর্থ আছে তারা হয়ত হুট করে গাড়ি কিনে ফেলে, কিন্তু যাদের অঢেল অর্থ নেই তারা কম টাকায় সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চায়। আমার এই পোস্ট তাদের কাজে লাগবে বলে আমার বিশ্বাস।
আজকের পর্বঃ টয়োটা করোনা ও কেরিনা ১৯৯২-৯৪ মডেল
১৯৯২ মডেলের টয়োটা করোনা ও কেরিনা গাড়িগুলোর সবচেয়ে ভালো দিক হচ্ছে এ গাড়িগুলোর ভিতরে জায়গা বেশী। জায়গা বেশী হওয়ার কারনে আরাম করে বসা যায়। আর ১৬০০-১৮০০ সিসি ইন্জিন হওয়ায় সবলীল ভাবে চলতে কোন অসুবিধা হয় না। গাড়ি গুলোর চাকার সাইজ স্বাবাভিক থেকে একটু বড় (১৪-১৫ সাইজ রিং ও ১৮৫ টায়ার) ফলে গাড়িগুলো একটু বেশী উচু। ম্যানুয়াল ও অটো দুধরনের মডেলই পাওয়া যায়।
গাড়িগুলোর ডেশ বোর্ড ও ইন্টেরিয়রও নজর কারা। এই মডেলটি দেখতেও অনেকটা আধুনিক কালের গাড়ির মতো। যারা একটু দাম দিয়ে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান তাদের জন্য এটি হতে পারে ভালো একটি মডেল। এখনকার বাজারে এসব গাড়ির দাম ৫ লাখের মত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।