দীর্ঘদিনের বিরোধের পর দৈনিক ইত্তেফাকের পুরো মালিকানা পেয়েছেন আনোয়ার হোসেন মঞ্জু ও তার বোন। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে মঞ্জুসহ তার বোনদের সঙ্গে বড়ভাই মইনুল হোসেনের মধ্যে এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি সইয়ের পর মঞ্জুর আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক সাংবাদিকদের বলেন, ''এই চুক্তির পর ইত্তেফাকের মালিকানায় থাকবেন মঞ্জু, তার বোন ও ভাগ্নেরা। মইনুল সাহেব পেয়েছেন ভবনটির মালিকানা, ১০ কোটি টাকা ও কিছু অস্থাবর সম্পত্তি। ''
(সূত্র: বিডি নিউজ)।
কিন্তু তাহলে প্রশ্ন দাঁড়ায় ইত্তেফাক ভবন যদি ব্যারিষ্টার মইনুল হোসেন নিয়ে নেন তাহলে ইত্তেফাক বের হবে কোথ্থেকে?
আর ব্যারিষ্টার মইনুল কি কোন পত্রিকা বের করবেন না? বা কোন পত্রিকার সাথে থাকবেন না?
দীর্ঘদিন যারা পত্রিকার সাথে থাকেন তাদের জন্য কোন পত্রিকা ছাড়া থাকা কঠিন। কারন পত্রিকা একসময় সংশ্লিষ্টদের কাছে নেশার মতো হয়ে যায়।
বিডি নিউজের এ দু'টি প্রশ্নের উত্তর পেলাম না।
তবে ইত্তেফাক পরিবারের সাথে ঘনিষ্ট এমন একজন আমাকে বললেন, ইত্তেফাক বের হবে যাত্রবাড়ির কাজলায় তাদের নতুন নিজস্ব যায়গা থেকে। সেখানে পত্রিকার জন্য নতুন ভবন নির্মান করা হবে।
আর ইত্তেফাক ভবন থেকে বের হবে দৈনিক ইত্তেহাদ নামের একটি পুরনো পত্রিকা কিন্তু নতুন আঙ্গিকে। দেশের অন্য সব প্রথমসাড়ির পত্রিকার সাথে প্রতিযোগিতায় টিকে থাকার মতো ভালো মানের একটি পত্রিকা বের করার পরিকল্পনা রয়েছে তাদের।
অন্যদিকে কাজলা থেকে বের করা ইত্তেফাকও আেগর ইত্তেফাক থাকবে না। পৃষ্ঠা বাড়িয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে , ফিচার পাতা বাড়িয়ে একেও করা হবে প্রতিযোগিতার আরো উপযোগি।
যাই হোক না কেন ইত্তেফাকের বিরোধ মিটেছে এটা শুনে খুব ভালো লাগছে।
আমাদের পারিবারিক পত্রিকা ইত্তেফাক। আমার ছোটবেলার পত্রিকা ইত্তেফাক। ইত্তেফাকে যখন ঝামেলার কথা শুনতাম তখন আপনজনের অধ:পতন হলে যেমন খারাপ লাগে তেমনই খারাপ লাগতো।
তবে ইত্তেফাকের মালিকানা বিরোধকে ব্যবহার করে কিছু কর্মকর্তা-কর্মচারি ইত্তেফাকের বিজ্ঞাপন দিয়ে নিজেরা কোটি কোটি টাকার মালিক হয়েছে। এ চক্রটি কি নতুন ইত্তেফাক বা ইত্তেহাদে থাকবে? এরা থাকলে নতুন ভাবে বের হওয়া এ দু'টি পত্রিকার জন্যই তা ভাল হবেনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।