আমাদের কথা খুঁজে নিন

   

ইত্তেফাক কি পাঠকের সাথে মস্করা করে?



সকালে না¯তার টেবিলে পত্রিকার পাতা উল্টাতে গিয়ে ইত্তেফাকের ১ম পাতার ৫ম কলামের একটি সংবাদের প্রতি দৃষ্টি নিবন্ধিত হলো। সংবাদটির শিরোনাম ছিল ঃ“দুই নেত্রীর এক সঙ্গে দেশ পরিচালনা স¤ভব-খালেদা জিয়া। ” (সংবাদটির লিংক দিতে চেয়েছিলাম কি›ত্ত ইত্তেফাকের ওয়েব সাইটে সংবাদের লিংকটি পাচিছ না। তাই খবরটির ¯ক্যান কপি দিলাম) খুব আগ্রহ নিয়ে সংবাদটি পড়তে শুরু করলাম। প্রথম প্যারোতে ছিল “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দুই নেত্রীর এক সঙ্গে দেশ পরিচালনা স¤ভব।

ইণ্টারন্যাশানাল প্রেস ইনসটিউটের (আইপিআই) এক প্রতিনিধি দল বৃহ¯পতিবার বিভিনè সমস্যা সমাধান করে দুই নেত্রীর এক সঙ্গে দেশ পরিচালনা স¤ভব কিনা জানতে চাইলে বেগম খালেদা জিয়া বলেন “আমি রাজি। এ ব্যাপারে সরকারি দলের সঙ্গে আলোচনা করুন। ”” প্রথম প্যারা পড়ার পর আরো কৌতুহল নিয়ে ২য় পাতায় সংবাদের অবশিষ্ট অংশ পড়তে গিয়ে তো হতভম¦। সংবাদটির বাকি প্যারা শুলিতে শিরোনামের সাথে সাদৃশ্যপূর্ণ কোন তথ্যই নেই। সর্বমোট পাঁচ প্যারার এই সংবাদটিতে শুধু প্রথম প্যারোতেই শিরোনামের সাথে সামঞ্জস্যপূর্র্ণ তথ্য রয়েছে।

এছাড়া এবিষয়ে আর বিশদ তথ্য ছিলনা। অবাক লাগে ইত্তেফাকের মত প্রথম সারির একটি পত্রিকা এ রকম দায়ছাড়া ভাবে প্রথম পাতায় সংবাদ ছাপায়। নাকি ইদানিং ইত্তেফাকের কাটতি আশংকাজনক হারে কমে গেছে, যার কারনে কাটতি বাড়ানোর জন্য ঢাকা শহরের বিভিনè রা¯তার ট্রাফিক সিগন্যালে ফেরী করে বিক্রি করা স¯তা পত্রিকা গুলির ন্যায় চমকপ্রদ শিরোনামে অসংলগè সংবাদ ছাপে? নাকি ইত্তেফাক পাঠকদের সাথে মস্করা করে! সংবাদটি পড়ে আমার মনে হয়েছে এর শিরোনাম হতে পারতো খালেদা জিয়ার সাথে আইপিআই-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ অথবা খালেদা জিয়া সকাশে আইপিআই-এর প্রতিনিধি দল। ইত্তেফাকের অসংলগè সংবাদ ছাপানোর এহেন কিত্তিক্ষনে বহু পুরানো এক গল্পের কথা মনে পড়ে গেলো। এক অল্প বয়¯ক হকার প্রতিদিনের মতো সকালে সংবাদপত্র বিক্রির উদ্দেশ্যে পথে বেড়িয়েছে।

অর্ধবেলা পর্যন— সংবাদপত্র বিক্রির পর সে বুঝতে পারলো অন্যদিনের তুলনায় আজ তার বিক্রির পরিমাণ খুবই কম। সে চি›তায় পরে গেলো। হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি এলো। সে পত্রিকাগুলি বগলদাবা করে ছুটতে ছুটতে সম¦স¦রে চিৎকার করতে লাগলো “ইন্দিরা গান্ধীর খবর নেই, ইন্দিরা গান্ধীর খবর নেই” (তখন ইন্দিরা গান্ধীর ভারতের ক্ষমতায় আসীন)। হকারটির চিৎকার শুনে রা¯তার দুধারের মানুষ হুমড়ি খেয়ে পরলো কে কার আগে পত্রিকা কিনবে।

মুহুর্তেই হকারটির সব পত্রিকা বিক্রি হয়ে গেলো। সে তো মহাখুশি। কি›ত্ত একটু পড়েই ক্রেতারা এসে হকারকে বললো “এই ছোঁড়া আমাদের টাকা ফেরত দে, তুই মিথ্যা কথা বলে পত্রিকা বিক্রি করেছিস। পত্রিকার কোথাও ইন্দিরা গান্ধীকে নিয়ে কোনো খবর ছাপা হয়নি। আর তুই বলছিস, ইন্দিরা গান্ধীর খবর নেই”।

প্রত্যুত্তরে হকারটি বললো, “দেধুন আমি মোটেও মিথ্যা বলিনি । আমি বলেছি ইন্দিরা গান্ধীর খবর নেই। এটাতো সত্যি আজকের পত্রিকায় ইন্দিরা গান্ধীর কোনো খবর ছাপা হয়নি। আমি কি একবারও বলেছি ইন্দিরা গান্ধীকে পাওয়া যাচেছ না। এখন আপনারা যদি তাই ভেবে পত্রিকা কিনেন তাতে আমার কিছুই করার নেই”।

হালে ইত্তেফাকও কি সেই হকারের ভূমিকায় নেমেছে !?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.