ছোট হয়ে গেছে ইত্তেফাক। গত দুদিন ধরে আমি যে কপিটি পাচ্ছি তা আকারে এতদিনকার দৈনিক ইত্তেফাকের চেয়ে ছোট। কারণটা কেউ বলতে পারেন? এর ফলে ফন্টের সাইজও ছোট হয়েছে এবং আনুপাতিক হারে তার সবকিছুই ছোট হয়েছে। প্রাথমিক ভাবে পাঠক হিসাবে আমি একটু সমস্যার সম্মুখীন তো হয়েছিই। এখন প্রশ্ন হচ্ছে এটা বর্তমানে বিশ্বে চলমান অর্থনৈতিক অস্থিরতার ফসল? না কি অর্থ সাশ্রয়।
যতদূর জানি ইত্তেফাকের অর্থের কোন অভাব হওয়ার কথা নয়। আশ্চর্য হয়েছি যে এ ব্যাপারে পত্রিকা কর্তপক্ষের কোন দু:খ প্রকাশ, সুখ প্রকাশ বা কারণ ব্যাখ্যা করার কোন উদ্যোগ না দেখে । অন্তত আমার চোখে পরেনি। হঠাৎ করে এভাবে পত্রিকা ছোট করে প্রকাশ করার জন্য অবশ্যই কর্তৃপক্ষকে আমাদের সামনে এর কারণ ব্যাখ্যা করার প্রয়োজন ছিল । এই অসচ্ছতা ছোট মানসিকতার পরিচায়ক বলে মনে হয়।
শুধু একটি কথা বলবো, জাতি হিসাবে আমাদের এই ছোট হয়ে যাবার মানসিকতাটা কি ক্ষতিকর নয়। আমরা কি একটু বড় হওয়ার চিন্তা করতে পারি না? ছোট হতে হতে শেষ পর্যন্ত ইঁদুরের গর্তে জায়গা নিতে হতে পারে । সুতারং সাধু সাবধান !
আসুন বড় হবার মানসিকতা গড়ে তুলি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।