আমাদের কথা খুঁজে নিন

   

সৈকতে জ্যোৎস্নাবিলাস

আমার মাঝে একজন কবিকে আমি লালন করি

নির্ঘুম রজনী তুমি আর আমি মেলিয়া দিয়াছি চোখ অতল সমুদ্র পানে যেথায় নোনা জল হইতেছে উন্মাতাল জ্যোৎস্নাস্নাত রাত্রিতে চন্দ্রের আহ্বানে ভাটির টানে।। এক আকাশ ধবল করিয়া শুভ্রতা ছড়ায়ে দিয়াছে চাঁদ শুভ্রতা ছড়ায়ে পড়িয়াছে তোমার-আমার চোখে মুখে; আমার অবাক নয়ন বাকরুদ্ধ হয়-তোমায় দেখিয়া মনটা হয় বিক্ষুব্ধ,জোয়ার তোলে ভালোবাসা; সিক্ত করিয়া দেয় হৃদয়ের উষ্ণতা তোমারো কী মনে জাগিয়া ওঠে এমন অভিলাষ? দিগšত বি¯তৃত,অতল সমুদ্র আর এক শুভ্র আকাশ লইয়া তুমি-আমি, আমি-তুমি করিয়া বেড়াই এক নির্মল জ্যোৎস্নাবিলাস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।