আমাদের কথা খুঁজে নিন

   

ফুটবলের দলবদল সোমবার থেকে

গত ১৬ অগাস্ট থেকে দলবদল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বাই-লজের অনুমোদন না হওয়ায় বাফুফের পেশাদার লিগ কমিটি দলবদল পিছিয়ে দিতে বাধ্য হয়। দলবদল শুরু হওয়ার অনেক আগেই ঘর গুছিয়ে ফেলেছে শিরোপা প্রত্যাশী দলগুলো। সবচেয়ে এগিয়ে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই মৌসুমের সেরা দল গড়তে যাচ্ছে তারা।

জাতীয় দলের ৯ জন খেলোয়াড়কে নিয়ে আসা নিশ্চিত করেছে লিগের সাবেক চ্যাম্পিয়নরা। তারা হলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের মামুনুল ইসলাম, আশরাফ মাহমুদ লিঙ্কন, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের মোবারক হোসেন, সোহেল রানা, বিজেএমসির তকলিস আহমেদ, আবাহনীর শাখাওয়াত হোসেন রনি এবং নিজেদের নাসির চৌধুরী, মোনায়েম খান রাজু ও রায়হান হাসান। এর বাইরে মোহামেডানের মারুফ আহমেদ ও মোহাম্মদ ইয়াসিন, বিজেএমসির কেষ্ট কুমার, মুক্তিযোদ্ধার জিয়াউর রহমান ও জহুরুল ইসলাম, আবাহনীর শাহেদুল আলম ও মাজহারুল ইসলাম হিমেল এবং হাইতি থেকে সনি নর্দে ও ওয়েটসন এনসেলমেকে নিয়ে এসেছে শেখ জামাল। এদের সঙ্গে থেকে যাচ্ছেন আলমগীর হোসেন রানা, মোস্তাক হোসেন ও দিদারুল আলম। দীর্ঘ দিন পর শক্তিশালী দল গড়তে যাচ্ছে মোহামেডান।

তারা নিয়ে আসছে শেখ রাসেলের জাহিদ হাসান এমিলি ও ইমন বাবু, শেখ জামালের আরিফুল ইসলাম, অরুপ বৈদ্য ও তৌহিদুল আলম সবুজ এবং ব্রাদার্স ইউনিয়নের ইউসুফ সিফাতকে। আর থেকে যাচ্ছেন ওয়াহেদ আহমেদ, শরীফুল ইসলাম, তিতুমীর চৌধুরী টিটু, মামুন খান, তপু বর্মণ, মেজবাবুল হক মানিক, হাবিবুর রহমান সোহাগ ও ইমতিয়াজ সুলতান জিতু। অবশ্য শেখ রাসেল থেকে নেয়া নাহিদুল ইসলাম, জাহিদ হোসেন, মামুন মিয়া এবং শেখ জামালের শাকিল আহমেদকে নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়েছে মোহামেডান। চার জনই মোহামেডানের পাশাপাশি শেখ রাসেলের কাছ থেকেও টাকা নিয়েছেন। ভালো মানের দল গড়েছে আবাহনী লিমিটেডও।

তারা দলে নিয়েছে শেখ জামালের সুলতান আহমেদ শাকিল, মোফাজ্জল হোসেন সৈকত ও সোহেল রানা, মুক্তিযোদ্ধার মোহাম্মদ রনি এবং ব্রাদার্সের জামাল হোসেনকে। আবাহনীতে থেকে যাচ্ছেন প্রাণতোষ কুমার, আরমান আজিজ, আতিকুর রহমান মিশু, সৈকত ভৌমিক, মোহাম্মদ সুজন, ওয়ালি ফয়সাল, শহীদুল আলম সোহেল, তৌহিদুল আলম, শাহেদুল আলম, আবদুল বাতেন কোমল, উত্তম কুমার ও শওকত রাসেল। তবে আবাহনীর ফরোয়ার্ড মিঠুন চৌধুরীকে নিয়েও জটিলতা দেখা দিয়েছে। তিনি আবাহনী ও শেখ রাসেল থেকে টাকা নিয়েছেন। কয়েকজন দল ছেড়ে গেলেও তাদের শূন্যস্থান পূরণ করতে পেরেছে বর্তমান চ্যাম্পিয়ন শেখ রাসেল।

শেখ রাসেলে আসছেন শেখ জামালের হাসান আল মামুন, মোহামেডানের রজনী কান্ত বর্মণ ও হেদায়েতুল্লাহ রবিন এবং আরামবাগের সবুজ দাস। থেকে যাচ্ছেন বিপ্লব ভট্টাচার্য্য, রেজাউল করিম, বাপ্পি হাসান মুরাদ ও নাসির হোসেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.