আমি ভাবি যাদের কথা হয়তো অনন কেউ ভাবেনা তাদের কথা।
এটি আমার কথা নয়। এ কথা হচ্ছে ঝালকাঠীর গ্রামীন ফোন কাষ্টমার কেয়ার ম্যনেজার এর কথা। আমি যখন দেশে থাকতাম তখন গ্রামীন ফোন এর ০১৭১৬ ২১০... সিরিয়ালের সিম ব্যবহার করতাম। ২০০৯ সালে এটিকে আমি পুনঃ রেজিষ্টিসন করি।
সেই সিম কার্ড টি আমার মাকে আসার সময় দিয়ে আসি। ৬ মাস পর্যন্ত সে চালাছ্ছিল। কিন্তু গত ৮ দিন ধরে কাজ করছে না। নাম্বারটাকে অনেক বার কল করার চেষ্টা করেও খোলা পাইনি। অতপরঃ আজ সকালে কোলা পেতেই কল করলাম।
এক মেয়ের কন্ঠ। জিগ্গাসা করলাম কোথায় সিম কার্ড পেয়েছে। উওরে বলল ইছ্ছে করলেই সব কিছু পাওয়া যায়।
অতপরঃ সত্যি কথা বলল। কোন একদিন নাম্বার থেকে তার বাবার মোবাইল এ কল আসছিল।
তখন ই তার ইচ্ছে ছিল নাম্বার টা তুলবে। আমি জিগ্গাস করলাম কিভাবে তুললেল। সে বলল, প্রথম দিন গিয়ে কোন গি৮য়েলাভ হয় নি। তখন কোন তথ্য প্রামন না থাকায় দিতে রাজি হ্য় নি। ২য় দিন অনেক সাজ গোজ করে স্মার্ট হয়ে গেলাম।
কাষ্টমার ম্যানেজার যুবক বয়সের। তার সাথে বন্দুত্ব করলাম এরপরই কাজ হল...
মেয়েটির সব কথা নাম ঠিকানা মোবাইলে রেকর্ড করলাম। পরে অনেক কষ্টে ম্যানেজার এর সাথে যোগা যোগ করা হল। তাকে রেকর্ড করা সব কথা শুনালাম। জিগ্গাস করলাম কিভাবে কোন প্রমান ছারা সিম কার্ডটি দেয়া হল।
উওর...
সুন্দরী মেয়েদের জন্য কোন ডকুমেন্ট লাগে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।