বিশ্ব ও বাংলাদেশের শ্রমবাজারে
নারীর ন্যায্যশ্রম মান ভাই নাই রে।
নারী শ্রমিক নিশিদিন খেটে মরে
মানসপটে কষ্টের রেখা স্পষ্ট ফুটে ওঠে।
সারাকাল নারীর জীবন যেনো ধোঁয়াশে
নীরবে ডুকরে কেঁদে মরে কেবল হতাশে।
সমাজের উন্নয়নের মূলস্রোতধারায়
উন্নয়নে দেখি লৈংগীক বৈষম্যই অন্তরায়।
সর্বকর্ম ক্ষেত্রে নারী যেনো মানুষ নয়
অথচ নারী ছাড়া বিশ্বই হতো অন্ধকারময়।
জুতো সেলাই থেকে নারী করেন চন্ডিপাঠ
তবুও দেখি যন্ত্রনাময় নারীর জীবন ললাট।
হায়রে সমাজ! করলাম কি কাজ পরালাম শিকল
মহীয়সী নারী আজ নীরবে পুহাচ্ছে কতই না ধকল!
পারছেনা নারী আজ শিকল-বেড়ি ছিঁড়তে-ভাঙতে
পারবো কি মায়ের সুধা ভরা দুধের ঋণ শোধিতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।