আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশের সঙ্গে তৈরী পোশাক কারখানার শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ

ফুলের সৌরভে সুরভিত কলমের কণ্ঠস্বর

রাজধানীর মিরপুরের বিভিন্ন সড়কে সকাল সাড়ে সাতটা থেকে পুলিশের সঙ্গে তৈরী পোশাক কারখানার শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা, ট্রেড ইউনিয়ন করার ক্ষমতা, মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বাড়ানো, চাকরির বয়স ১০ বছর হলে এক বছরের বেতন বোনাস হিসেবে প্রদান, প্রতিবছর ৩০ শতাংশ করে বেতন বাড়ানো প্রভৃতি দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তা অবরোধ, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এতে কিছু সময়ের মধ্যেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো মিরপুর এলাকা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অনেক পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এই ঘটনায় শ্রমিকেরা কয়েকটি গাড়ি ভাংচুর করে। একটি ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এতে পথচারীসহ অন্তত ১০ ব্যক্তি আহত হয়। বিক্ষুব্ধ শ্রমিক হটাতে কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ। মিরপুরের প্রধান রাস্তায় এই ঘটনায় ২ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.