যাদেরকে শপিং সেন্টারে নেহায়েত ভারবাহী হিসাবে যেতে হয়, তাদের জন্য ছোট্ট টিপস আছে।
ধরুন আপনি বসুন্ধরা সিটিতে গেলেন। হাটতে হাটতে কাহিল, হাতে ইতিমধ্যে ৩-৪টা ব্যাগ জমা হয়েছে, আরো ৮-১০টা জমা হবে বলে মনে হচ্ছে। আপনি সম্মিলিত ব্যাগের ওজন নিয়ে কিঞ্চিত চিন্তিত। এই ব্যাগ কি করতে পারেন আপনি?
প্রথমে যে কোন একটা বড় দোকানে ঢুকতে পারেন।
ওয়েস্টকস কিংবা ইনফিনিটি টাইপের দোকান। তারা আপনাকে ব্যাগ নিয়ে ভিতরে ঢুকতে দিবে না। ব্যাগ জমা নিয়ে আপনাকে টোকেন দিবে একটা। আপনি দোকানে কিছুক্ষণ ঘুরাঘুরি করে ব্যাগ নিতে ভুলে যাবেন।
ব্যাস, পরের ২-৩ ঘন্টার জন্য আপনার মালামাল নিরাপত্তা হেফাজতে চলে গেছে।
এইবার বাকী কেনাকাটা করুন, আবার হাতে ৪-৫টা ব্যাগ জমলে অন্য একটা বড় দোকানে যান, এবং যথারীতি বের হওয়ার সময় ব্যাগ ফেরত নিতে ভুলে যান।
শপিং শেষে একে একে সব টোকেন জমা দিয়ে আপনার ব্যাগ বুঝে নিন।
সতর্কতা: টোকেন হারালে ক্যাচাল লাগতে পারে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।