আমাদের কথা খুঁজে নিন

   

আমার ক্লাস আর বি.আর.টি.সি. বাস কাহিনি ... ( Based on a true story )



অনেক দিন পর বি.আর.টি.সি. বাসে উঠলাম । সকাল ৯ট ৪৫ মিনিট এ । মিরপুর-১০ থেকে । ইউনিভার্সিটি যাব । শাহবাগ নামব ।

কাটলাম একটা বি.আর.টি.সি. বাস এর টিকেট । কপাল তা আমার বুঝি পুড়লো তখনি । দাঁড়িয়ে ছিলাম ভলভো বাস এর জন্য। অনেক মানুষ লাইন এ । আমিও লাইন এ ।

ও মা !! দেখি সামনে এসে দাড়ালো এক টাইগার বাস । মানে সেই পুরানো লক্কর ঝক্কর মারকা লাল রঙের দোতলা বাস । উঠলাম । যেতে হবে । ক্লাস আছে ১১টায় ।

বিপদ শুরু তখোনি । মিরপুর ১০ থেকে শেওড়াপাড়া আসতে সময় নিল পাক্কা ২৩ মিনিট । কারন জানলাম, বাস এর চালক নাকি নতুন, আজ ই প্রথম দোতলা বাস চালাচ্ছে । শেওড়াপাড়া থেকে বিজয় সরনি আসা পর্যন্ত কত বাস ড্রাইভার এর গালি যে শুনল আমাদের নতুন চালক তার ইয়াত্তা নাই । রাস্তা ফাকা কিন্তু ড্রাইভার চালাচ্ছে কচ্ছপের গতিতে ।

ভাল কথা বুঝলাম । বিজয় সরনি ভাসানি থিয়েটার এর সামনে যখন তখন ঘরিতে বাজে ১০টা ৪০ । আমার ক্লাসের আশা মনে হয় তখনি শেষ । যাহক, ঐ খানে আবার জ্যাম । অপেক্ষার পালা শুরু ।

৬ মিনিট পর বাস আবার চলা শুরু মন্থর গতিতে । ফার্মগেট আসল ১০টা ৫৩ এ । ভাল কথা । নতুন যাত্রী তুললো । আবার চলা শুরু ।

আমরা কারওয়ান বাজার, তখন উঠল চেকার । পুরা বাসের মানুষ আগে ঝারল চেকার কে, কি ড্রাইভার রাখছে । সেই লোক ই জানাল যে ড্রাইভার নতুন । অফিস টাইম এ এক্সপেরিমেন্ট। ।

। বাংলাদেশেই সম্ভব। আমিও আকটু ভাব নিলাম ঐ চেকার দের সাথে। জিজ্ঞাস করলাম আমাদের ভলভো বাস গুলা কই? বলে যে বাস নাকি সব গুলাই প্রায় নস্ট। সরকার আরও ৪০০ বাস আনতেছে ।

এক তলা বাস । আমাদের দেশের রাস্তার অবস্থা হচ্ছে এই, তার উপরে আরও ৪০০ বাস । মানুষ দাড়ানর জায়গা কই থাকবে ? ভলভো বাস ছিল ৫০ টা। দাম ১.৫ কোটি টাকা করে একেক টা (মোট ৫০*১.৫ কোটি = ৭৫ কোটি) । সব গুলা আবর্জনা এখন।

এই ৫০ টা বাস কি সারানো যেত না ? ভলভো সারানোর নাকি এক্সপার্ট নাই । তো একটা এক্সপার্ট বাইরে থেকে আনলে কি হয় ? ৪০০ বাস আনবে, দেখি কথায় চালায় সেগুলা। একটা বাস যদি ২০ বছর চালাতে না পারল তাইলে তাদের কি গাড়ি চালানো উচিত ? যাহক আমি শাহবাগ নামলাম ১১ টা ২১ এ । দৌড়ায় হাটতে লাগলাম । একটা রিকশা জুটালাম অনেক কষ্টে ।

ক্লাসে পৌছালাম ১১ টা ২৯ এ । ঢুকতে গেলাম ক্লাসে, টিচার দিল ঝাড়ি । আমি করলাম ক্লাস থেকে ব্যাক । থাকলাম কিছুক্ষন বাইরে দাঁড়িয়ে । কিছুক্ষন মানে ২ ঘন্টা ।

ক্লাস শেষ হল । পরের ক্লাসে জয়েন করলাম ২ টা ৩০ এ । আবার বিকালে সেই টাইগার এ করেই বাড়ি ফিরলাম । ভলভো'র টিকেট কিন্তু বাস আমার আসতেছে তাইগার । আজব বাংলাদেশ ।

আজব দেশের সরকার । আজব দেশের মানুষ জন । অবাক হয়েও হইলাম না অবাক । একদিন না হয় অবাক না হয়েই থাকলাম । বি; দ্র; ড্রাইভারের চালানর ভাব দেখেই আমি ঘড়ি দেখা শুরু করছিলাম ...হেহহেহে


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.