আমাদের কথা খুঁজে নিন

   

রংপুরের ডিসিকে তিন মাস লন টেনিস না খেলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট



রংপুরের জেলা প্রশাসককে (ডিসি) তিন মাস লন টেনিস না খেলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে বিদ্যুৎ অপচয় বন্ধে প্রতিটি সিটি কর্পোরেশনে 'ভ্রাম্যমাণ পরিদর্শক দল' গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের বেঞ্চ একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এই রিট করে। গত ২১ এপ্রিল দৈনিক যুগান্তরে 'বিদ্যুৎ অপব্যবহার করে রংপুরের জেলা প্রশাসক লন টেনিস খেলছেন' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়।

এর পরিপ্রেক্ষিতে মানবাধিকার সংগঠনটি সোমবার হাইকোর্টে রিট আবেদন দায়ের করে। বিদ্যুৎ অপচয় রোধে সরকারের নির্দেশ অমান্য করায় ওই জেলা প্রসাশকের বিরুদ্ধে বিদ্যুৎ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না তার কারণ দর্শাতে রুল নিশিও জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে প্রতিটি সিটি কর্পোরেশনে 'ভ্রাম্যমাণ পরিদর্শক দল' গঠন করে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে কার্যকর ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়। রিটের শুনানিতে অ্যাডভোকেট মনজিল মোরশেদ বলেন, "অনেক ছোট ছোট দোকানে ২০-৪০টি বৈদ্যুতিক বাতি ব্যবহার করা হচ্ছে। এছাড়া অনেক ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ অপচয় হচ্ছে।

" এটি বিদ্যুৎ আইনে শাস্তিযোগ্য অপরাধ হওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ কোন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে শুনানিতে বলেন তিনি। মনজিল বলেন, "সারা শহরে বিদ্যুৎ না থাকলেও রংপুরের জেলা প্রশাসক ফ্লাডলাইট জ্বালিয়ে লন টেনিস খেলে বিদ্যুৎ অপচয় করেছেন। " সংক্ষিপ্ত শুনানি গ্রহণ করে আদালত এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। এছাড়া সরকারকে ভিজিল্যান্স টিমের কার্যক্রম সম্পর্কে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সরকারের সংস্থাপন সচিব, বাণিজ্য সচিব, বিদ্যুৎ সচিব এবং রংপুরের জেলা প্রশাসকের প্রতি এই সব নির্দেশ দেওয়া হয়।

Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.