আমাদের কথা খুঁজে নিন

   

আফ্রিকার বেনিনে ৩১ বাংলাদেশি নাবিক এর মানবেতর জীবন,এক মাসেও টনক নড়েনি নৌ পরিবহন মন্ত্রির।

প্রতিটি অক্ষর মহাকালের দৈনিক

সন্ধায় বিবিসি বাংলা রেডীও শুনতে শুনতে হঠাৎ একটা খবর শুনে আঁতকে উঠলাম। আফ্রিকার বেনিনে একটী গ্রিস মালিকানাধিন জাহাজে কর্মরত ৩১ বাংলাদেশি নাবিক গত ৩,৪ মাস ধরে মানবেতর জীবন যাপন করছে। কান্নাভেজা কন্ঠে জাহাজের বাংলাদেশি এক নাবিক বলছিলেন যে গত ১ মাস ধরে তারা অর্ধাহার ,অনাহার এ দিন কাটাচ্ছেন। সুপেয় পানির অপ্রতুলতা ও খাদ্য সংকট চরমে। গত এক মাস ধরে কেউ গোসল করেননি।

মালিকানাধিন গ্রিস প্রতিষ্ঠানের কিছু কর্মকর্তা তাদের মাঝে মাঝে কিছু খাবার দিয়ে যান ,যা খুবঈ অপ্রতুল। এছাড়া জাহাজের চীফ ইংঞ্জিনিয়ার ,বর্তমানে বাংলাদেশ এ অবস্থান করছেন। তার মাদ্ধমে আরো এক মাস আগেই বিষয়টি নৌ পরিবহন মন্ত্রি ও সংশ্লীষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু সংশ্লীষ্ট কর্তৃপক্ষ কেউ ই এ বেপারে কোনো পদক্ষেপ নেয়নি। এছাড়া বাংলাদেশে বেনিন এর কোনো দূতাবাস না থাকায় বিষয়টি সূরাহা করতে অনেক সময় লাগছে।

গ্রিস জাহাজের কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা এ ব্যাপারে চায়নায় বেনিন দূতাবাস এর সাথে কথা বলেছে কিন্তু দীর্ঘসূএীতার কারনে সংকট সমাধানে অনেক সময় লাগছে। অপরদিকে এই দীর্ঘসূএীতার কারনে ভুক্তভুগি হচ্ছে বাংলাদশি নাবিকেরা। নাবিকেরা বিবিসি বাংলার কাছে করুন আকুতি জানিয়েছে, যে কিছুদিন আগে বাংলাদেশ বিমান বাহিনির কিছু নাবিক বেনিনে যেভাবে মারা গিয়েছে সেভাবে মারা যেতে চায়না। এদিকে দেশে তাদের পরিবার ও আত্বীয় স্বজনেরা প্রতিটি মুহুর্ত আশংকায় দিন কাটাচ্ছে। দেশবাসি এ খবর শুনে নিশ্চয়ই আতঙ্কিত।

আমরা সবাই আসা করি বাংলাদেশ সরকারের কিছু দ্রুত পদক্ষেপ ৩১ নাবিক এর প্রান বাচিয়ে আনবে। ণৌ পরিবহন মন্ত্রি ও সংশ্লীষ্ট কর্তৃপক্ষের কাছে দেশ বাসির এই সঙ্কটের একটি ত্বরিত সমাধান আসা করে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।