যদি এক একটা অনুভূতির নাম দেই
এক একটা ফুলের নামে
সুখময় স্মৃতি ছড়ায় হাস্নুহেনার ঘ্রানে
ভালোবাসা হয়ে উঠে সৌরভামোদিত গোলাপ
কষ্ট কথা ঝরে সেফালীর শিশির ভেজা প্রাতে
দুঃখগুলো এক একটা জলে ভেজা পদ্ম
যন্ত্রনার বিমর্ষ সময় রক্ত করবী।
খর তপ্ত চৈত্র কৃষ্ণচূড়া লাল উত্তাপ
শ্রাবণ বরষণ স্নিগ্ধ দোলনচাঁপা
মুঠো মুঠো ভালোবাসা যেন চন্দ্রমল্লিকার হাসি
জোনাক জ্বলা তারার নাম দেই কামিনী
অভিমান উড়ে নীল অপরাজিতার নিলিম গভীরে।
যদি এক একটা সময়ের নাম দেই
এক একটা নদীর নামে
ভোরের সূর্যদয় হয় শীতলক্ষা
বিকেল ঘুমাতে যায় ধলেস্বরী তীরে কুয়াশার শীত চাদর জড়িয়ে
রাতের গাম্ভীর্য ভাসে আড়িয়াল খাঁর গম্ভীরতায় নিকশ আঁধারে।
চৈত্রের রোদেলা দুপুর ঝিলমিল পদ্মা
বর্ষার খরস্রোত কর্ণফূলি।
ভাঙ্গচূড় বৈশাখি ঝড়ের তান্ডব যমুনার বিশালতায়
পূর্ণিমা তিথি ঝিলিকের নাম কির্তনখোলা ।
সৌম সন্ধ্যার ধীর বয়ে চলা ইছামতি
শরতের নীলাকাশ ধানসিঁড়ি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।