আমাদের কথা খুঁজে নিন

   

আমি কোথাও থাকবো না, তাই শব্দ সাজাই আজ ......

মুন রিভার ...
আমি কোথাও নাই, শূণ্য আমি তাই শূণ্যে চলে যাই।। আমি কোথাও নাই তোমার চোখে নাই আকাশপানে চাই আকাশ উধাও, নাই।। এক একটা সময় ঘুলঘুলিতে ক্ষয় দুঃস্বপ্নের ঘুম ডাকতে পাঠাই ... আমি কোথাও নাই উদাস বনে যাই পাতায় হাত বুলাই চোখে ধরি নীলাভ তারা সবুজ রোশনাই ? আমি, আমার রাত ধরছি যে কার হাত আলোকবর্ষ হাসছে দূরে আধাঁর কুরে খাক।। আমি কোথাও নাই ছিলাম না কোনোদিন ! কালো মেয়ে, তোমার কাছে ভালোবাসার ঋন ... রেখে গেলাম সে সব কথা ভুবন চিলের সাঁঝ দেখুক সবাই, নগর পথে বিষাদ কারুকাজ।। আমি কোথাও থাকবো না, তাই শব্দ সাজাই আজ ... তোমার সাথে যেদিন দেখা সেদিন প্রথম ভোর'
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.