আমাদের কথা খুঁজে নিন

   

ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে

যখন থামবে কোলাহল

আসলে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়তে চাইছি এইটা খুবই সময়োপযোগী একটা যুগান্তকারী সিদ্ধান্ত যা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে অনেক দূর। কিন্তু প্রশ্ন থেকে যায় এই চাওয়াটা কি আমাদের 'বোধ' থেকে, নাকি রাজনৈতিক দৃষ্টিভঙ্গী থেকে, নাকি ব্যবসার মাধ্যম হিসেবে। - যদি বোধ থেকে হয় তবে প্রথমেই 'ডিজিটাল' শব্দের যত্রতত্র ব্যবহার ও রাজনৈতিকীকরণ দৃঢ়ভাবে বন্ধ করতে হবে। ডিজিটাল পিঠা ঘর, ডিজিটাল বিল্ডার্স ইত্যাদি ধরণের নামকরণ, অপ ও অপ্রাসঙ্গিক ব্যবহার বন্ধকরনে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট ঘোষণা প্রয়োজন। যেকোন রাজনৈতিক কর্মকান্ড থেকে ডিজিটাল বিষয়টিকে দূরে রাখা।

যেন বিষয়টি কোন একটি দলের না হয়ে দল-মত নির্বিশেষে দেশের আম জনতার প্রিয় বিষয় হয়ে দাড়ায়। - মূল কাজ করতে হবে সরকারী আমলাদের নিয়ে। কারণ রাজা যায়, রাজা আসে তারা থেকে যায়। এছাড়া রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা ও সেগুলোর প্রয়োগ তাদেরই হাতে। তাদের মধ্যে এই সংক্রান্ত পরিস্কার ধারণা সৃষ্টি করতে হবে।

ভাসা ভাসা জ্ঞান দিয়ে এই কাজ চলবে না। - ইন্টারনেটকে কোনভাবেই ব্যবসায়িক দৃষ্টিভঙ্গীতে না দেখে একে উন্নতির একটা রাস্তা হিসেবে বিবেচনা করা। ভর্তুকি দিয়ে হলেও ইন্টারনেট অতি সুলভ এবং দ্রুতগতির ইন্টারনেটের ব্যবস্থা গ্রহণ করা। - ইন্টারনেটে বাংলা ভাষার ব্যাপক ব্যবহার বাড়াতে হবে এবং বাংলা তথ্য সমৃদ্ধ করতে হবে। ব্লগার ক্ষতিগ্রস্থ-র সাথে সুর মিলিয়ে বলতে চাই এই বিষয়ে বাংলা একাডেমী পালন করতে পারে মূল সরকারী ভূমিকা।

- দেশে ব্যাপক হারে কম্পিউটার প্রশিক্ষক সৃষ্টি করতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণে সরকারী প্রজেক্ট তৈরী করে তাদের কে সেখানে কাজে লাগাতে হবে। অর্থাৎ, টিওটি (ট্রেনিং অফ ট্রেইনার্স) ভিত্তিক প্রশিক্ষণ এখন খুবই জরুরী। এতে সরকার ঘোষিত প্রতি ঘরে চাকরীর বন্দোবস্তোও একধাপ এগিয়ে যাবে। - দেশের হিসাব রক্ষণ ও অডিটিং ব্যবস্থাকে বাধ্যতামূলকভাবে কম্পিউটারাইজড করলে ডিজিটাল বাংলাদেশকরণের এই কাজ এক লাফে অনেক দূর এগিয়ে যাবে। অন্তত: জয়েন স্টকে নিবন্ধন পাওয়া বিভিন্ন লিমিটেড কোম্পানী ও প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের শর্ত হিসেবে কম্পিউটারাইজড একাউন্টস বাধ্যতামূলক করা যেতে পারে।

কারন, দেশের অর্থনীতির মূল প্রাণ ব্যবসা-বানিজ্য কম্পিউটারাইজড হয়ে গেলে বাংলাদেশ অনেকটাই ডিজিটাল হয়ে যাবে। - দেশের ভূমি প্রশাসনকে অবিলম্বে কম্পিউটারাইজড করা - প্রধান বিচারপতির সমীপে নিবেদন, দেশের আদালতগুলোকে অবিলম্বে কম্পিউটারাইজড করা - ডিজিটাল চলচ্চিত্র, এনিমেশন, কার্টুন ছবিকে সরকারী অনুদানের আওতায় নিয়ে আসা। এগুলোর জন্য পৃথক এওয়ার্ডের ব্যবস্থা রাখা - দেশে সফটওয়্যার প্রতিযোগিতা করা এবং কর্পোরেট সংস্থা গুলোকে এই সকল প্রকৃয়ার সাথে যুক্ত করা। দেশকে ডিজিটাল দেশ গড়তে মূল ভূমিকা রাখতে হবে সরকার ও মিডিয়াকে। আমার দিক থেকে আপাতত এইটুকুই থাকলো, আপনারা আলোচনার মাধ্যমে আরো কিছু যোগ করতে পারেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.