আজিমপুর থেকে শাহজাদপুর পর্যন্ত "ফাল্গুন" বাসটায় আমার প্রতিদিন অফিস যাতায়াত | যেতে হয় ঢাকা কলেজের সামনে দিয়ে | প্রায় প্রতিদিনই একটা কমন দৃশ্য চোখে পরে | ঢাকা কলেজের সামনে যে স্পীড ব্রেকারটা আছে তার সামনে বাস টা স্লো করলেই তখন ছাত্র নাম বলে কিছু ছেলে হুট করে বাস এ উঠে পরে (ফাকতাল এ দুই এক জন আরো ওঠেনা তা না) | conductor এর সামর্থ নেই তাদের কিছু বলে কারণ তাতে করে পরে যে ঝাল টা বাস এর ওপর ঝাড়া হবে, সেই কথা বোধ হয় আমরা সবাই জানি | তাও মানা যেত যদি কোনদিন দেখতাম যে ওরা ঠিক ভাড়া টা দিচ্ছে | কোনদিন ভাড়া তো দিতে দেখি এ না বরং কারণে অকারণে কারো কারো conductor এর সাথে দুর্ব্যবহার পর্যন্ত করতে দেখা যায় | একটু বেলা বাড়লে যখন মানুষ এর rush বেড়ে যায় তখন যে ঘটনা টা ঘটে সেটা হলো এই ৮-১০ জন ছাত্রের জন্য সাইন্সল্যাব থেকে যে লোক গুলা টিকেট কেটে অনেক ধৈর্য্য নিয়ে দাড়িয়ে থাকে সেই লোক গুলো প্রাপ্য সিট টা থেকে বঞ্চিত হয় |
আমার প্রশ্ন কিছু জায়গায় | ঢাকা কলেজ থেকে সাইন্সল্যাব কত দূর যেখানে আমাদের সেই সোনার ছেলেরা হেটে পৌছাতে পারে না? এটা অধিকার আদায়ের মত কিছু নাকি অন্যের অধিকার এর প্রতি অবহেলা? নাকি যারা এভাবে উঠছে ওদের সামর্থের অভাব? চোখ এ সানগ্লাস, পরনের জিন্স সেটার প্রমান দেয় না | আমি আগে দেখতাম দুই শ্রেনীর মানুষ বাস এ বিনা পয়সায় ওঠে | এক হকার, আরেক শ্রেণী হলো ভিক্ষুক | এরাও ওঠে পেট এর দাযে | আমার দেখা এই তৃতীয় ছাত্র শ্রেণী টা যোগ্যতায়, মর্যাদায় ওই দুই শ্রেনীর ধরে কাছে না তাহলে কেন তাদের attitude টা একই রকম? অনেকেই কষ্ট করে টিউশন করে চলে, কিন্তু যারা আমার কেন যেন বিশ্বাস হয় না যে কেউ টাকার অভাব এ ফাউ যাতায়াত করছে | তাই হয়, তাহলে conductor কে request করে বলুক যে আমার বাস এর পয়সা দেবারও ক্ষমতা নাই, দয়া করে আমাকে একটু সামনে নামিয়ে দিয়েন | বাস তো এখনো স্বল্প আয়ের মানুষ এর যাতায়াত এর জন্যই |
একবার এক লোক কে বাস এই এক ছাত্র কে বলতে শুনেছিলাম যে কোনদিন উনি দেখেন নাই যে কোনো কলেজের নাম করে কোনো মেয়েকে কোনদিন এই কাজ করতে | আমিও দেখি নাই in fact | আমি জানি না সেই ছেলে টা এই কথায় লজ্জা পেয়েছিল কিনা, পরবর্তী তে অভ্যাস পাল্টেছিলো কিনা |
ওদের দেখে আমার কিছু টা লাগে কারণ আমিও এই কলেজেরই ছাত্র ছিলাম |
এই রকম ঘটনা সারা বাংলাদেশ এ হয়তো শুধু একটা জায়গাতে হয় তা না, শুধু একটা কলেজের ছাত্র রা করে তাও না, বা যারা করছে সবাই ছাত্র তাও হয়তো না, কিন্তু যখন একটা জিনিস দৃশ্যমান হতে থাকে বারবার, দায় তো গিয়ে পড়বেই | কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি যারা এই কাজ তা করছ আমি একটু বদলাতে বলতে পারি কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।