আমাদের কথা খুঁজে নিন

   

এসপি প্রত্যাহার প্রচারে ব্যস্ত কেন্দ্রীয় নেতারাও



এসপি প্রত্যাহার প্রচারে ব্যস্ত কেন্দ্রীয় নেতারাও ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনে উপনির্বাচনে কয়েক দিন ধরে দুই পক্ষের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ভোলার পুলিশ সুপার (এসপি) এস এন নজরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। যোগাযোগ করা হলে গত রাতে পুলিশ সুপার প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশে আমাকে বদলি করা হয়েছে। আগামীকাল (আজ মঙ্গলবার) আমি এখান থেকে চলে যাব। ’ এদিকে এ উপনির্বাচনে প্রচার চালানোর সময় আছে আর মাত্র চার দিন। শেষ মুহূর্তে তাই প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রার্থী ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।

আর প্রার্থী ও সমর্থকদের নির্বাচনী আইন মেনে চলতে ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রচার-প্রচারণার ওপর কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন। আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারাও এই আসনে এসে প্রচারে যোগ দিয়েছেন। নির্বাচনী প্রচারে বিএনপি এত দিন কিছুটা পিছিয়ে পড়লেও শেষ সময়ে এসে প্রচারের দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী—আওয়ামী লীগের নূরনবী চৌধুরী ও বিএনপির হাফিজউদ্দিন আহমেদ সকাল থেকে রাত অবধি জনগণের কাছে নিজের পক্ষে ভোট চাইছেন। আওয়ামী লীগের প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী তোফায়েল আহমেদকে নিয়ে দলীয় নেতা-কর্মীরা ছুটে বেড়াচ্ছেন।

তোফায়েল আহমেদ গতকাল সারা দিন লালমোহন উপজেলার বিভিন্ন ইউনিয়নে সমাবেশ করেন। তিনি সকালে কালমা ইউনিয়নের ডাওরী বাজার, পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজার ও লালমোহন পৌরসভায় পৃথক কর্মী সমাবেশ করেন। এ ছাড়া লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা স্কুল মাঠে ও চরভুতা ইউনিয়নের হরিগঞ্জ বাজারে দুটি জনসভা করেন তিনি। নূরনবী চৌধুরী ও ভোলা-৪ আসনের সাংসদ আবদুল্লাহ আল ইসলাম তজুমদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং গ্রামে ভোট প্রার্থনা করেন। হরিগঞ্জ বাজারে তোফায়েল আহমেদ বলেন, ‘আপনাদের কাছে শাওনকে (নূরনবী চৌধুরী) রেখে গেলাম।

তাঁকে একবার ভোট দিলে আর কাউকে ভোট দিতে ইচ্ছে করবে না। ’ বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ গতকাল সকাল থেকে দিনব্যাপী বদরপুর ও কালমা ইউনিয়নের গ্রামে গ্রামে পথসভা করেন। তিনি সমাবেশে তাঁর সমর্থকদের আতঙ্কিত না হয়ে ২৪ এপ্রিল ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। কালমা ইউনিয়নের বালুচর বাজারে সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ বলেন, এ সরকার দ্রব্যমূল্য কমাতে পারছে না। জনগণকে দেওয়া ওয়াদাও ভঙ্গ করেছে।

তিনি বলেন, নির্বাচনে কারচুপি হলে ভোলা থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোসাইয়ের হাওলা, মধ্য চাঁদপুর, ভূঁইয়াকান্দি, সিকদারকান্দি, মাওলানাকান্দি, শশীগঞ্জ বাজার, বালিয়াকান্দিসহ বিভিন্ন এলাকায় পথসভা করেন। নিরাপত্তাব্যবস্থা জোরদার: উপনির্বাচন সামনে রেখে এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে র‌্যাব মোতায়েন করা হয়েছে। মোটরসাইকেলে চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছে।

গাড়ি ও মোটরসাইকেল আরোহীদের মোড়ে মোড়ে তল্লাশি করছে র‌্যাব-পুলিশ। জাতীয় পর্যায়ের নেতা বা সাংসদ ছাড়া বহিরাগতদের এই আসনে নির্বাচনী প্রচারে অংশ নিতে দিচ্ছে না প্রশাসন। জাতীয় নেতাদের নামও আগে থেকেই জানানো হচ্ছে। বিএনপির বরিশাল সদর আসনের সাংসদ মজিবুর রহমান সরোয়ার ও যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান গতকাল প্রশাসনকে না জানিয়ে লালমোহনে আসতে চাইলে উপজেলায় প্রবেশের বোরহানউদ্দিনের কুঞ্জেরহাট এলাকায় তাঁদের আটকে দেয় র‌্যাব। প্রায় আড়াই ঘণ্টা পর প্রশাসনের অনুমতিপত্র আসার পর তাঁদের লালমোহনে যেতে দেওয়া হয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.