আমাদের কথা খুঁজে নিন

   

এসপি বদল ‘বিশেষ উদ্দেশ্যে’: বিএনপি

উপজেলা নির্বাচনে চতুর্থ দফা ভোটের আগে নোয়াখালী, বরিশাল, যশোর, খুলনা, লালমনিরহাট ও ঢাকায় এসপি মর্যাদার ছয় পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়। বদলির এই সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তা অনুমোদন করেছে নির্বাচন কমিশন।

ভোটের আগের দিন শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “নির্বাচন কমিশনের উদ্দেশে আমরা দ্বিধাহীন কণ্ঠে বলতে চাই, অবৈধ ক্ষমতাসীনদের পক্ষে যে নির্লজ্জ ভূমিকা রাখছেন, তা আমাদের মনে থাকবে।

“নির্বাচনের আগের দিন জেলা পুলিশ সুপারদের রদবদল আপনারা বিশেষ উদ্দেশ্যে করেছেন। ”

রোববার খুলনার পাঁচটি, বরিশালের তিনটি, নোয়াখালীর একটি ও যশোরের দুটি উপজেলায় ভোট হবে।

 

রিজভী বলেন, “কী উদ্দেশ্যে রদবদল করা হচ্ছে, তা কারো জানতে ও বুঝতে বাকি নেই। এই পুলিশ সুপারদের মধ্যে কেউ কেউ পুলিশ বাহিনীর উদ্দেশ্যে আস্ফালন করে বলেছেন, ‘বিরোধী দলের মিছিলের আওয়াজ শুনি, কিন্তু পুলিশের গুলির আওয়াজ শুনি না কেন?’ সুতরাং নির্বাচনের আগে বিশেষ উদ্দেশ্যে এই রদবদল করা হয়েছে। ”

ভোট কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগেও পক্ষপাত হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।  

“আওয়ামী লীগের প্রার্থীর আবেদন অনুযায়ী নিজেদের পছন্দমতো প্রিসাইডিং কর্মকর্তা নেয়া হচ্ছে। সরকার ও নির্বাচন কমিশনের অশুভ আঁতাতে এসব চলছে।

ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি শক্তির মহড়া দিচ্ছে বলেও অভিযোগ করেন উপজেলায় তিন পর্বের ভোটে এগিয়ে থাকা বিএনপির এই নেতা।

বিএনপির অভিযোগ, নাটোরের বড়াইগ্রাম, ভোলার মনপুরা, পটুয়াখালী সদর, ফেনীর ফুলবাড়ী, মৌলভীবাজার সদর, পিরোজপুর সদর, মুন্সীগঞ্জের গজারিয়া, সাতক্ষীরা সদর, ঝালকাঠী সদর, খুলনার বাটিয়াঘাটা, ফুলতলা, কক্সবাজারের কুতুবদিয়া, চাঁদপুরের শাহরাস্তি, কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন, টাঙ্গাইলের নাগরপুরে ক্ষমতাসীনদের পক্ষে কাজ করছে স্থানীয় প্রশাসন।

“র‌্যাব-পুলিশ মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের সমর্থিত প্রার্থীদের নেতা-কর্মীর গ্রেপ্তার করছে, তাদের বাড়ি বাড়ি তল্লাশি করে হয়রানি করছে,” বলেন রিজভী।

কিশোরগঞ্জ বিএনপির সভাপতি ফজলুর রহমানকে হয়রানি করতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেয়ার চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন তিনি।

ইসির ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন,  “সহিংসতার অভিযোগগুলো নির্বাচন কমিশনে পৌঁছানোর পর তা বস্তাবন্দি হয়ে থাকে।

কিন্তু জাল ভোটের ফলাফল ঘোষণা করতে সরকারের এই তল্পিবাহক কমিশনের মোটেও বিলম্ব হয় না।

“জনসমর্থনহীন সরকারকে চেয়ারম্যান পদ অধিক হারে পাইয়ে দিতে নির্বাচন কমিশন মারিয়া হয়ে উঠেছে। ”

নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে রিজভীর সঙ্গে কিশোরগঞ্জ জেলা সভাপতি ফজলুর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম উপস্থিত ছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.