আমাদের কথা খুঁজে নিন

   

পরাজিত প্রতিবন্ধী



আমাকে যদি আর একটু বাঁধা দেবার চেষ্টা কর, তাহলে পৃথিবীটাকে লাথি মেরে আমি মহাশূ্ণ্যে ছুড়ে দেব। আমি স্বাধীনতা চাই। । ৭৫ বছর পর পর ছুটে আসা উল্কা পিন্ডের মত স্বাধীনতা। হ্যালির ধুমকেতু, তুমি আমাকে অণুপ্রেরণা যুগিয়েছো।

মহাকালের আবর্তে তুমিতো অনেক আগেই বাধাঁ পড়েছ। না! তুমি স্বেচ্ছাচারী, বর্বর। স্থান পেয়েছ ঐশ্বরিক অনুকূলে তাই বাধাঁ দিচ্ছ, দিতে পারছ। কিন্তু আমি শপথ করে বলছি বন্দী থাকব না কোন স্বর্গীয় রন্ধনশালায়ও। স্বর্গীয় পানপাত্রে করব না মনোরঞ্জন।

স্বেচ্ছাচারী ঈশ্বরের প্রহরীর রক্তে রঞ্জিত করব শ্রীঘর। তারপরই মিলবে মুক্তি, শান্তি, মুক্তি.........।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।