আমাদের কথা খুঁজে নিন

   

নারী বঞ্চিত হয় যেন উচ্চকতি



নারীরা আজো বিশ্ব সমাজে বঞ্চনার শিকার নারীরা বিশ্ব সমাজে পায়না পূর্ণ অধিকার। নারী সমাজে সতত সহ্য করে নিপীড়ন নারী বিশ্বের কোন খানে পায়না শালীন আচরণ। নারী জীবনে সর্বত্রই সতত হয়ে থাকে সংকিত নারীর জীবন সততই হয়ে থাকে আতংকিত। নারী জীবনে নিয়ে থাকে অশেষ ক্লেশ-কাতরতা নারী জীবনে নিয়ে থাকে হতাশা ও দু:খ-দীর্ণতা। সমাজে একথা বলার আর অপেক্ষা রাখেনা নারীরা সমাজের কোথাও পূর্ণ মর্যাদা পায়না।

বিশ্ব সমাজে মানুষের মাঝে হোক সম্প্রীতি সুপ্রতিষ্ঠিত নারী কোন ভাবেই যেন আর না হয় নিন্দিত। নারী, মা-বোন-মেয়ে ও সহধর্মীনি হয়ে থাকে যেন সমাজের সর্বস্তরে উচ্চকিত। নারীরা থাকে যেন সমাজে হয়ে চির গর্বীত নারীর সতীত্বে ভুলেও না লাগে যেন কষাঘাত। নারী উন্নত, এ অতুল ধারনা হয় যেন মনে বদ্ধমূল নারীর মর্যাদা দিতে সমাজে কেহ না করি যেন ভুল। নারী, মা-বোন-মেয়ে-স্ত্রী রুপে থাকে যেন চির অতুল নারীর অমর্যাদা করে হারাই না যেন উভয় কুল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.