আমাদের কথা খুঁজে নিন

   

জুনের শেষে মূল পদ্মা সেতুর দরপত্র: যোগাযোগমন্ত্রী

চলতি বছরের জুন মাসের শেষ সপ্তাহে মূল পদ্মা সেতুর দরপত্র আহ্বান করা হবে। দরপত্র বিষয়ের সার্বিক কাগজপত্র হালনাগাদ করতে নিউজিল্যান্ডভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘মঞ্ছেল এ কম’ কাজ করে যাচ্ছে। জুনের প্রথম সপ্তাহের মধ্যেই এই কাজ শেষ হবে।
আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুর-কৈজুরী ও শাহজাদপুর-এনায়েতপুর এলাকায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
যোগাযোগমন্ত্রী বলেন, ‘দূর থেকে দেখলে মনে হবে পদ্মা সেতুর কাজ হচ্ছে না।

কিন্তু প্রকৃতপক্ষে সেতুর নির্মাণে পূর্বপ্রস্তুতিমূলক সব কাজই শেষ পর্যায়ে। ’ তিনি বলেন, এক হাজার ৪০০ কোটি টাকা ব্যয়ে সেতুর দুই পাশের সংযোগ (অ্যাপ্রোচ) সড়কের কাজ এবং প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।
যোগাযোগমন্ত্রী সকালে দুটি সড়ক পরিদর্শনের সময় তার বেহাল অবস্থা দেখে চরম অসন্তোষ প্রকাশ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘এই সড়ক দুটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী থাকা সত্ত্বেও কোনো সংস্কার হয়নি। এই ছোট কাজের জন্য আমাকে এখানে আসতে হলো।

এটি স্থানীয় কর্মকর্তাদেরই করার কথা। ’ তিনি এর সংস্কারকাজ আগামী অর্থবছরের আগে শেষ করার জন্য সড়ক বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন।
এ সময় স্থানীয় সাংসদ চয়ন ইসলাম, সাংসদ শফিকুল ইসলাম, সাবেক শিল্প উপমন্ত্রী ও শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসিবুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু রওশনসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী পরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারিবাড়ি পরিদর্শন করেন। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.