যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা (জিএসপি) অব্যাহত থাকছে কি না, চলতি মাসের শেষে তার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। তবে শ্রম মান সুরক্ষায় ‘সন্তোষজনক অগ্রগতি’ না হওয়ায় বাংলাদেশের জিএসপি স্থগিত, জিএসপির পরিধি কমানো কিংবা জিএসপি বাতিল—এ তিনটি বিকল্প নিয়ে ভাবছে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর)।
গতকাল বৃহস্পতিবার মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক-বিষয়ক কমিটির শুনানিতে দেওয়া বক্তৃতায় এ মন্তব্য করেছেন শ্রমবিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি লুইস কারেশ। শুনানিতে সভাপতি মার্কিন সিনেটর রবার্ট মেনেনডেজ বাংলাদেশের জিএসপি-সুবিধা স্থগিত করতে ওবামা প্রশাসনকে পরামর্শ দিয়েছেন। পোশাক কারখানার ইতিহাসের ভয়াবহ দুর্ঘটনার পর শ্রমিক স্বার্থ সুরক্ষার বিষয়টিতে যুক্তরাষ্ট্র বিশেষ গুরুত্ব দিচ্ছে, এ বার্তা দিতেই তিনি এ পদক্ষেপ নিতে বলেছেন।
তবে শুনানিতে অ্যারিজোনা থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন তাঁর দেশের সরকারকে এটা বলে সতর্ক করে দিয়েছেন, জিএসপি-সুবিধা কেড়ে নেওয়া হলে বাংলাদেশে বেকারত্বের ঝুঁকি তৈরি হতে পারে।
দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক শুনানিতে মন্তব্য করেছেন, কর্মপরিবেশের উন্নয়ন ও শ্রমিক স্বার্থ সুরক্ষা নিশ্চিতের ক্ষেত্রে বাংলাদেশ বর্তমান পরিস্থিতিকে কাজে লাগাবে। এ ক্ষেত্রে দেশে এবং দেশের বাইরে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বাংলাদেশ সরকারের উদ্যোগ সফল করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহায়তা দেবে।
গতকাল ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টার দিকে শুনানি শুরু হয়। দুই পর্বে প্রায় তিন ঘণ্টা বাংলাদেশের শ্রম পরিস্থিতি নিয়ে এ শুনানি চলে।
শুনানির শুরুতে বক্তব্য দেন নিউ জার্সি থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর রবার্ট মেনেনডেজ। প্রথম পর্বে দুই ঘণ্টার শুনানিতে শ্রমবিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি লুইস কারেশ ছাড়াও বক্তব্য দেন দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক এবং মার্কিন শ্রম দপ্তরের ভারপ্রাপ্ত সহযোগী আন্ডার সেক্রেটারি এরিক বিয়েল।
দ্বিতীয় পর্বের শুনানিতে বক্তব্য দেন আমেরিকান ফেডারেশন অব লেবার অ্যান্ড কংগ্রেস অব ইন্ডাস্ট্রিয়াল অরগানাইজেশনসের বাণিজ্যিক নীতিমালা বিশেষজ্ঞ সেলেস্টে ড্রেক এবং লিটলার মেন্ডেলসনের আন্তর্জাতিক শ্রম ও কর্মসংস্থানবিষয়ক অংশীদার জোহান লুবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।