আমাদের কথা খুঁজে নিন

   

উৎসব প্রিয়তা, সহনশীলতা নামক দূর্বলতা আর অপরিবর্তিত ভবিষ্যত...

গলাবাজ আর সত্যিকারের লেখক এই ব্লগে টিকে থাকে, আমি কোনটাই না
সারাবছর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা রকমের উৎসব। বেশিরভাগ উৎসবই সার্বজনীন, মিশে গেছে জাতি সত্তার সাথে। এই উৎসব গুলো যখন আসে, উচ্ছল মানুষের ঢল নামে যেন রাজপথে, দর্শনীয় স্হান গুলোয়, সবখানে। এমন না যে হুট করে এবছরই সব লোক উৎসব পালনে বেশী মন দিয়েছে। উৎসবের দিনে মানুষগুলোর প্রানান্ত আনন্দ করার প্রচেষ্টা সত্যি ভুলিয়ে দেয় নিত্যদিনের হাহাকার আর অভাব অভিযোগের কথা।

গন্তব্য স্হলে যাবার জন্য কর্ম দিবসেই যেখানে পর্যাপ্ত পরিবহনের অভাব, সেখানে বিনোদনের জন্য সুব্যবস্হা কিভাবে হবে? তবুও মানুষের আনন্দ থেমে নেই। উৎসবের স্হান গুলোতে নারী পুরুষ এর জন্য পৃথক তো দূরে থাক, ভালোমানের টয়লেটের দেখা মেলা ভার। তবু আমরা আনন্দ কমতে দিতে পারিনা। নির্বাচিত অনির্বাচিত যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, তারাও কেমন করে যেন বুঝে গিয়েছে আমজনতা সব মেনে নেয়, তাই অতো সব ভাবার দরকার নেই। আর আমরাও কোন এক অজ্ঞাত কারনে আশা করতে ভুলে গেছি, ব্যবস্হার উন্নয়নে আমাদেরও তেমন কোন গরজ নেই।

এভাবে হাল ছেড়ে দিলে প্রতিদিন একই আফসোস আর অভিযোগ করেই কাটবে ভবিষ্যতের দিনগুলো। আগামী নববর্ষের দিনটা আজকের দিনটার চেয়ে আরেকটু সুন্দর আর আরামের সাথে পালন করার অংগীকার আর স্বপ্ন টাই বুনতে চাই আমরা সবাই। শুভ নববর্ষ ১৪১৭, ভালো থাকুন সবাই।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.