আমাদের কথা খুঁজে নিন

   

সরকারের আয়ের উৎস বেকার যুবক!!! মিরাক্কেল!


বিভিন্ন দেশে শুনেছি সরকার বেকার যুবকদের বেকার ভাতা দেয়। আর আমাদের দেশ কি করে তা সবাই জানে। ভাতাতো দেয়ই না বরং তারা বেকারদের কাছ থেকে আয়ের চিন্তা করে। এটা যেন মরার উপর খাড়া ঘা। আমাদের সরকারের একটা আয়ের উৎস বেকার যুবকদের কাছ থেকে আয় করা।

তার একটা জ্বলজান্ত উদাহরন আপনাদের দেই। গতবারের বিসিএস পরীক্ষায় ১,৭৫,০০০ জন আবেদন করেছিল। আপনি কি জানেন বিসিএস আবেদন করতে কত টাকা লাগে? ২০০ টাকার আবেদন ফরম এবং ৫০০ টাকার ব্যাংক ড্রাফট তারপর ব্যাংক কিছু টাকাতো কাটে। সুতরাং একজন বিসিএস আবেদন কারী সরকারকে দেয় ৭০০টাকা। তাহলে সরকার মোট কত টাকা নেয় বেকার যুবকদের কাছ থেকে তার হিসাব একটু করে ফেলুন।

না না আপনার করার দরকার নাই আমিই করে দিচ্ছি। ১২,২৫,০০,০০০ টাকা। এটা শুধু বিসিএস নয় যে কোন সরকারী চাকুরীর কথাই ধরুন ২০০/৩০০ টাকার ব্যাংক ড্রাফট আছেই। বেসরকারী হলে মনে একটা শ্বান্তনা থাকে যে তাদের আবেদন পত্র একটু কম জমা পড়ে ফলে চাকুরী নামের সোনার হরিণ পাইলেও পাইতে পারি। এখানে হ্যালো একটু কম হয়।

কিন্তু সরকারী চাকুরীতে এমনি ব্যাংক ড্রাফট দিলাম তারপর যদি শুনি মন্ত্রী, এমপিদের ধরে কারা যেন চাকুরী নিয়ে নিয়েছে। আমার কোন মন্ত্রী এমপি নাই মানে আমার চাকুরী নাই। কিছু দিন আগে ঢাকা মেডিকেলের একটা নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে আবেদন জমা পড়েছিল ১০৫০০ এর মত কিন্তু সুপারিশ জমা পড়েছিল প্রায় ১২ হাজার। এটা একটা জাতীয় দৈনিকে ছাপা হয়েছিল। চাকুরীর আবেদন যারা করে তারা অধিকাংশ বেকার, বাকিরা কিছু না কিছু কাজের সাথে জড়িত।

সরকারের উচিত ব্যাংক ড্রাফট ২০ থেকে ৫০ টাকা করা। বেশী হলে ১০০ টাকা। এটা আমার ব্যাক্তিগত মতামত আপনারা কি বলেন?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.