আমাদের কথা খুঁজে নিন

   

অপূর্ণ শখের পূর্ণতা

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র (ছাত্রী)।

শৈশব থেকে খুব শখ ছিল ছবি তোলার। কিন্তু মধ্যবিত্ত ঘরের একটি মেয়ের পক্ষে একটি ভাল ক্যামরা জোগাড় করা যেমন কঠিন তেমনি কঠিন ছবি তুলতে বাইরে যাওয়া। বহুদিনের লালিত শখ সম্প্রতি পূর্ণ হয়েছে নিজের জমানো টাকা দিয়ে একটি ক্যামরা কিনলাম। অনাড়ী হাতে আমার তোলা কিছু ছবি শেয়ার করলাম ব্লগারদের সাথে। যেহেতু ছবি তেমন তুলতে জানিনা অভিজ্ঞ ব্লগারদের কাছে এ বিষয়ে পরামর্শ আশাকরি কিভাবে ভাল ছবি তোলা যায়। ডিজিটাল ক্যামরায় ভাল ছবি কিভাবে তোলা যায় এ বিষয়ে ভাল কোন বইয়ের সন্ধান কি কেউ দিতে পারেন। পদ্মায় সূর্যাস্ত গন্তব্যহীন গন্তব্য সব পাখি ঘরে ফিরে সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন সূর্য তুমি সাথী মাঝি বাইয়া যাওরে...... প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা ঘাস ফড়িংও ছুঁবে সবাই, ছুবেঁ আকাশ ছুবে নদী.... প্রেম যেন এক প্রজাপতি.... এটি ছবিটি আপনাদের জন্য ধাঁধা, বলুনতো এটি কি ফুল?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।