আমাদের কথা খুঁজে নিন

   

রাজনৈতিক উত্তরাধিকার মানে কি?

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কানাডা প্রবাসী মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিশ্বব্যাপী নতুন ইমেজে সৃষ্টিতে সক্ষম হয়েছে বাংলাদেশ। দূর্নীতির কলঙ্ক মুছে ফেলা সম্ভব হয়েছে। সারা বিশ্বের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। বিশেষ করে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের শীতলতা এখন পরিণত হয়েছে উষ্ণতায়।

এটা আওয়ামী লীগের কৃতিত্ব। বাংলাদেশের রাজনীতিতে কি অবদান রাখতে পারবেন এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই হিসেবে বুঝতেই পারছেন রাজনৈতিক একটি উত্তরাধিকার থেকে আমি এসেছি। আমরা সমস্ত অনূভুতিতে ছড়িয়ে আছে রাজনীতির যোগসূত্র।

এই হিসেবে আমি রাজনীতির বাইরে কখনো নই। দেশের সব খবরাখবর রাখি। এখন নিজের অবস্থান থেকে চেষ্টা করবো যতটুকু সম্ভব দেশকে সাহায্য করার। ’ এ কথার মানে কি তিনি আপনা-আপনি জয় বা তারেক-মার্কা উত্তরাধিকার আশা করছেন? নিজের যোগ্যতায় কি এই সব উত্তরপুরুষরা কোন দিন রাজনীতিতে স্থান পেতেন? আমাদের দেশে বন্দনা আর কীর্তণ গাইবার 'রাজনৈতিক অভ্যাস' কবে যে শেষ হবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.