স্বপ্ন এমন কোন জিনিস না যে তুমি দেখলে আর ঘুমিয়ে গেলে, এটা এমন একটা জিনিস যা তোমাকে ঘুমোতে দেয়না
এই সব কি হছ্ছে পিসিএল এ? আইসিসি ও বিসিবির অনুমোদিত এই টুর্নামেন্টে ইচ্ছামতো বাইলজ পরিবর্তন করছে এরা। বাংলাদেশি ক্রিকেট কে হাস্যকর বানিয়ে ফেলছে। এমন অদ্ভুদ কথা কেও শুনেচে যে খেলোয়াড় ব্যাট করলেও বল করতে পারবেন না (পাইরেটসের রাশেদ হানিফ)।
আমি বুযিনা শারজা গিয়ে কেন খেলতে হবে? এই টুর্নামেন্টটা বাংলাদেশে হলে আরো ভাল হত। আরো দর্শক হত। দুর্বাই গিয়ে শুধু শুধু টাকার অপচয় হয়েছে আর কিছুই হয়নি।বাংলাদেশি ক্রিকেট দর্শক এর পরিচিতি সারা বিশ্বে আর এরা কিনা গিয়ে খেলছে কোথায়?
আমার মনে হয় এরা আইপিএল থেকে আইডিয়া নিয়েছে। ওদের ২য় আসর দেশের বাইরে তাই আমাদের টাও হতে। পুরাই পাগলামি!!!!
আরেকটা আজব ব্যাপার পাকিস্তানের খেলোয়াররা তাদের নিজেদের দলের পাকিস্তানি সিল দেয়া হেলমেট পরে খেলল !! তাদেরকি হেলমেট কিনে দেয়ারও পয়সা নেই ?
দেশের সম্মান নিয়ে টানাটানি আর কি বলব এটাকে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।