শারজাহতে শুরু হয়েছে পিসিএল বসুন্ধরা কাপ-২০১০। ইতিমধ্যেই অনুষ্ঠানের আয়োজকদের সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনা দেশের সকল পত্র পত্রিকাতে প্রকাশিত হয়েছে। অনেকের মতে তা বর্হিবিশ্বে বাংলাদেশের ইমেজকে (ক্রিকেটিয় এবং জাতিগত) ক্ষতিগ্রস্ত করেছে। এমতাবস্থায় আমার প্রশ্ন হল এই টুর্নামেন্ট শারজাহতে আয়োজনের যুক্তি কোথায়??? নাকি গত আইপিএল এর দেখাদেখি আমাদের পিসিএল এর "বিদেশ" যাত্রা??
খেলোয়াড়, কলাকুশলী, প্রচারকারী চ্যানেল ক্রু--সকলের ভিসা সমস্যা, প্রায় ফাঁকা গ্যালারী, অদক্ষ টিভি সম্প্রচার---সবমিলিয়ে হাস্যকর এক টুর্নামেন্ট মনে হচ্ছে এই পিসিএল কে। এরচাইতে পিসিএল এর বিগত আসরই মনে হয় আরো চাকচিক্যময় ছিল।
বিশেষ করে আইপিএল এর জাঁকজমক আয়োজনের ভিড়ে পিসিএলকে একবারেই সাদামাটা মনে হচ্ছে। তারচাইতে এ টুর্নামেন্ট এদেশে আয়োজন করলে মাঠে কি দর্শক কম হত?? আর পিসিএল এমন জনপ্রিয় টুর্নামেন্ট নয় যে দেশের বাইরে আয়োজন করে সবাইকে দেখিয়ে দিতে হবে। পাশাপাশি এটিএন বাংলার মনে রাখা উচিত যে খেলা সরাসরি সম্প্রচার করা আর স্টুডিও থেকে ঘন্টায় ঘন্টায় সংবাদ প্রচার করা এক জিনিস নয়। ক্রিকেট ম্যাচ সম্প্রচার করতে আলাদা ক্রু লাগে, আলাদা ক্যামেরা লাগে, আলাদা প্রযুক্তি লাগে।
ক্রিকেট বিশ্বকাপ এখন কড়া নাড়ছে।
একবছরও সময় হাতে নাই। অথচ আমাদের প্রস্তুতি কতটুকু তা আমাদের কর্তা-ব্যক্তিরাই জানেন। প্রস্তুতি বলতে মাঠ এবং আনুষঙ্গিক সুবিধার কথা বলছি। কদিন আগেই ইংল্যান্ডের সাথে টেস্ট ম্যাচে আমরা মাঠের দৈন-দশা দেখেছি। গ্যালারি গুলোর করুন অবস্থা।
বাংলাদেশে আন্তর্জাতিক ম্যাচ মানেই ষ্টেডিয়ামে বাঁশের খুঁটি গেড়ে, শামিয়ানা টাঙিয়ে সৌন্দর্য বাড়ানো। আর পাশ্ববর্তী দেশের আইপিএল এর ভেন্যুগুলো দেখুন। কি চমৎকার মাঠের সবুজ আউটফিল্ড, উইকেট, সুদৃশ্য গ্যালারী। একেক ভেন্যু একেক রকম। অঢেল টাকা খরচ করে বিদেশে পিসিএল আয়োজন না করে নিজেদের মাঠে আয়োজন করলে মাঠেরও কিছু উন্নয়ন হত, বাংলাদেশীরাও খেলা উপভোগ করতে পারত।
অনেকেই বলবেন, এসব বাদ, পারফর্মেন্সই আসল কথা। আমি বলি, না, পারফমেন্সের পাশাপাশি সৌন্দর্য/ চাকচিক্যতার প্রয়োজনও আছে.....কথায় আছে "আগে দর্শনদারী তারপর গুণবিচারী..."
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।