মন তুমি কৃষিকাজ জানো না, এমন মানবজমিন রইলো পতিত; ফলালে ফলতো সোনা
টোয়েন্টি টোয়েন্টি নিয়ে এখন পুরা দুনিয়া খেপে আছে। আশরাফুল-মাশরাফি গেল আইপিএল খেলতে।
কিন্তু ওদের টিম কর্তৃপক্ষ ওদের খেলায় নিতাছেনা। এতে সবার সেন্টিমেন্টে লাগছে। তাই অনেকেই আইপিএলের খেলা আপাতত: দেখা বাদ দিছে।
কিন্তু দু্ঃখ করার কিছু নাই। চট্টগ্রামে শুরু হচ্ছে পিসিএল - পোর্টসিটি ক্রিকেট লীগ। আৎটা টিমের এই টুর্নামেন্টের খেলোয়াড়দের নিলাম হয়ে গেলো গতকাল। চট্টগ্রাম আবাহনী তামিমকে কিনে নিয়েছে প্রতি ম্যাচ সাত লাখ সত্তুর হাজার টাকা দিয়ে!!!! সব টিমেই জাতীয় টিমের পাশাপাশি বিদেশী খেলোয়াড়রাও থাকবে। সুতরাং একটা জমজমাট টুর্নামেন্ট আশা করাই যায়।
এখন আমাদের টিভি চ্যানেলগুলা খেলা দেখালেই হয়। তাহলে আর বাংলাদেশী ক্রিকেটাররা মাঠে নামতেছেনা এরকম আইপিএল কষ্ট করে দেখতে হবেনা। আর আমদের খেলোয়াড়দেরকেও টাকার জন্য আইসিএলে যাওয়ার চিন্তা করতে হবেনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।