মানুষ আমি আমার কেন পাখির মত মন....
আমাদের দেশে নকলের চলন অনেকদিন থেকেই, অন্য কিছু পারি আর না পারি বাংগালী হিসেবে নকল করতে আমরা সিদ্ধহস্ত। ভারতীয় আইপিএলের জনপ্রিয়তা দেখে আমাদের দেশেও চালু হয় পিসিএল। নকল করে হলেও পিসিএলের ছিল বিশাল সম্ভাবনা। আমাদের দেশের ক্রিকেটে উন্নয়নে যার অনেক অবদার রাখার সুযোগ ছিল। সেজন্য দরকার ছিল ভালো সংগঠক।
এক সালাহউদ্দীন আমাদের ফুটবলকে অনেকদুর নিয়ে গিয়েছেন। সেরকম একজন ভালো নেতা পেলে আমাদের ক্রিকেটও অনেকদুর যেতে পারত। কিন্তু পিসিএল পারল না। কারন আমরা নকল করার বেলায়ও ভালোটুকু না করে খারাপটুকু নকল করতে চাই।
আইপএলের ২য় আসর আফ্রিকায় হয়েছিল অতএব পিসিএলেরও ২য় আসর বিদেশে হতে হবে।
হলোও শরজায়। কিন্তু পিসিএলের সব দর্শক বাংলাদেশী। বাংলাদেশের বাহিরে কে এটি দেখবে? এমনকি টিভিতেও ভালোভাবে খেলা প্রচার করা হয় না। নেই কোন ভালো ভাষ্যকার ও উপস্থাপক। আর ক্যামেরার কাজের কথা নাই বা বললাম।
তবে একটি কাজ তার আইপিএলের চেয়ে ভালো করতে পেরেছে। সেটি হচ্ছে খেলার অন্তরালে আদম ব্যবসা, আদম ব্যবসাটি তারা ভালোই করেছে মনে হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।