আমাদের কথা খুঁজে নিন

   

ক্রীড়া সাংবাদিক লেনিন গণি আর নেই

বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় বিকালে নর্থ হ্যারোয় নিজের বাড়িতে মারা যান এই ক্রীড়া সাংবাদিক। তার বয়স হয়েছিল ৪৫ বছর।
লন্ডন থেকে তার মেয়ে আফরিন আলজেনা গণি জানান, তার বাবা হাইপার টেনশন ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। ফুসফুস প্রতিস্থাপনের জন্য চিকিৎসকের পরামর্শও তিনি নিচ্ছিলেন।
বৃহস্পতিবার শরীর হঠাৎ খারাপ হয়ে গেলে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেয়ার পাশাপাশি অ্যাম্বুলেন্স ডাকা হয়।

কিন্তু অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই মারা যান লেনিন গণি।
চলতি মাসের দ্বিতীয সপ্তাহে বাবা মারা যাওয়ার পর দেশে এসেছিলেন লেনিনের স্ত্রী সান্থিয়া পারভেজ গণি। স্বামীর মৃতুর খবরে শুক্রবারই আবার লন্ডনে ফিরতে হচ্ছে তাকে।
বিমানবন্দরে অপেক্ষমান সান্থিয়া বলেন, “এই সময়ে হঠাৎ করে ও চলে যাবে এটা আমরা ভাবতেই পারছি না। ”
তিনি জানান, লেনিন গণির দাফন লন্ডনেই হবে।

তবে জানাজার সময় ও স্থান এখনো ঠিক হয়নি।
১৯৬৭ সালের ৯ ডিসেম্বর সিলেটে জন্ম লেনিনের। পড়াশোনা করেছেন ঢাকায়, ইংরেজি মাধ্যমের স্কুল ম্যাপললিফে এবং পরে লন্ডনের হুইটমোরে।
তার সাংবাদিকতার শুরু ইংরেজি দৈনিক মর্নিং সানে। এরপর ১৯৯২ সালে ডেইলি স্টারে এবং সেখান থেকে ২০০৬ সালে নিউ এইজে যোগ দেন।

তারপর তিনি কাজ শুরু করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে।
মাঝখানে কিছুদিন ডেইলি সানে কাজ করলেও সর্বশেষ লন্ডন থেকে অনলাইনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া বিভাগে দায়িত্ব পালন করে আসছিলেন লেনিন।
ক্রীড়া সাংবাদিক হিসাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সেরা প্রতিবেদকের পুরস্কারও তিনি পেয়েছেন।
মোহাম্মদ আব্দুল গণি ও আনোয়ারা গণির চার ছেলের মধ্যে লেনিন ছিলেন সবার বড়। স্ত্রী ও মেয়ে ছাড়াও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি।


লেলিন গণির আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন। লেনিন এই সংগঠনের একজন জ্যেষ্ঠ সদস্য ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.