আমাদের কথা খুঁজে নিন

   

ক্রীড়া প্রতিমন্ত্রী-উপজেলা চেয়ারম্যান হাতাহাতি

নাটোরে আওয়ামী লীগের জনসভায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ও সদর উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল। গতকাল বিকালে নাটোরের পুরাতন বাসস্ট্যান্ডে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ ঘটনা ঘটে।

জনসভা শেষে মোহাম্মদ নাসিম মঞ্চ থেকে নামার সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার হাতাহাতির ঘটনায় জড়ান।

জানা গেছে, মঞ্চ থেকে মোহাম্মদ নাসিমকে নামার সহযোগিতা করতে যুবলীগ নেতা শিমুল হাত ধরতে গেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার বলেন, তুমি যুবলীগ নেতা, তুমি কেন আওয়ামী লীগ নেতার হাত ধরবে- এ কথা বলে শিমুলকে ধাক্কা দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় শিমুলও ঘুরে দাঁড়িয়ে মন্ত্রীর কলার ধরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদকে কে বা কারা তাড়া করলে তিনি গাড়িতে ওঠে দ্রুত এলাকা ত্যাগ করেন।

পরে নাসিমসহ ঊর্ধ্বতন নেতাদের হস্তক্ষেপে বিষয়টি নিয়ন্ত্রণে আসে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.