নাটোরে আওয়ামী লীগের জনসভায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ও সদর উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল। গতকাল বিকালে নাটোরের পুরাতন বাসস্ট্যান্ডে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ ঘটনা ঘটে।
জনসভা শেষে মোহাম্মদ নাসিম মঞ্চ থেকে নামার সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার হাতাহাতির ঘটনায় জড়ান।
জানা গেছে, মঞ্চ থেকে মোহাম্মদ নাসিমকে নামার সহযোগিতা করতে যুবলীগ নেতা শিমুল হাত ধরতে গেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার বলেন, তুমি যুবলীগ নেতা, তুমি কেন আওয়ামী লীগ নেতার হাত ধরবে- এ কথা বলে শিমুলকে ধাক্কা দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় শিমুলও ঘুরে দাঁড়িয়ে মন্ত্রীর কলার ধরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদকে কে বা কারা তাড়া করলে তিনি গাড়িতে ওঠে দ্রুত এলাকা ত্যাগ করেন।
পরে নাসিমসহ ঊর্ধ্বতন নেতাদের হস্তক্ষেপে বিষয়টি নিয়ন্ত্রণে আসে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।