আমাদের কথা খুঁজে নিন

   

একটেল এর নাম এর পরিবর্তন



গত কয়েক দিন ধরে বাংলাদেশ এর প্রায় সব পত্রিকাতে একটি বিজ্ঞাপন লক্ষ্য করছিলাম। বিজ্ঞাপনটি কারা দিচ্ছে তা বুঝতে পারছিলাম না। আজকে বুঝতে পারলাম যে আমাদের দেশের প্রথম জিএসএম মোবাইল অপারেটর AKTEL তাদের নাম পরিবর্তন করতে যাছে। সম্ভাব্য নাম নাকি রবিটেল হবে(শোনা কথা)। যদিও কি নাম হবে এ ব্যাপারে এখন ও AKTEL এর পক্ষ থেকে কিছু জানানো হয় নাই।

তবে আমার ধারনা তা্রা নাম পরিবর্তনের জন্য আগামীকাল কেই বেছে নিবে, কারন আগামীকাল হল ২৬ এ মার্চ। আমার মনে হয় যে আগামী কয়েক দিন পর ভারত এর AIRTEL এর আগমন কে আমাদের দেশের মোবাইল অপারেটররা কেউ ই ভাল চোখে দেখছে না। যদিও মোবাইল এর এই প্রতিযোগিতা মূলক বাজারে এত দিনের নীরব দর্শক BTCL এবং TELETALK হবু AIRTEL BANGLA এর সাথে BTS শেয়ার করতে একটি চুক্তি গতকাল করেছে। হবু AIRTEL BANGLA এর আগমনে শুধুমাত্র CITYCELL কেই চুপ করে থাকতে দেখা যাচ্ছে, হয়ত তারা তাদের পরাজয় প্রতিযোগিতায় নামার আগেই মেনে নিতে শিখছে। অনেকদিন আগে আমাদের BTRC এর চেয়ারম্যান কে বলতে শুনেছিলাম যে বিশ্বে আমরাই সবচেয়ে কম রেটে কথা বলতে পারি মোবাইল এ, আমরা মাত্র ৮৯ পয়সা তে কথা বলতে পারি(WARID এর zem24 প্যাকেজ এর কথা মনে হয় বলেছিলেন তিনি।

)। শুনে আমি খুব খুশি হয়েছিলাম কারন আমরা হলাম গ্রাহক তাই কল রেট কম হলে আমরা তো খুশি হবই। AIRTEL এর আগমনে মনে হচ্ছে কল রেট আরো এক ধাপ কমবে। অনেক নতুন অফার হয়ত আসবে যা আমাদের যুব সমাজকে ধ্বংস করতে যথেষ্ট। তাছারা যেসব অপারেটর এর বর্তমানে গ্রাহক সংখ্যা এমনিতেই কম তাদের জন্য ব্যবসা করা কঠিন হয়ে পরবে।

ব্যবসা তো তারা করে লাভের জন্যই। তাই না? আর কোনো সেবার তো একটা মূল্য থাকা উচিত?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.