আমাদের কথা খুঁজে নিন

   

একটেল নম্বরে 1 যোগ নিয়ে 2 ঘটনা

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

একটেল নম্বরে 1 যোগ করতে হবে এটা এখন আর কোন অজানা খবর নয়। এই 1 যোগ করা নিয়ে আমার দেখা 2টা ঘটনা বলছি ঃ- [গাঢ়] ঘটনা ঃ 01 [/গাঢ়] আমাদের রহমান স্যার মোবাইল ব্যবহার করেন না, কারন ওনার মোবাইল ইউজ করার সময় খালি ভেজাল লাইগা যায়। একবার 15/20 দিনের জন্য ব্যবহার করছিল তখন প্রতিদিনই সেটে নতুন নতুন সমস্যা করে অফিসে নিয়ে আসতো সমাধান করার জন্য। তবে মোবাইল কোম্পানীর সব খবরা-খবর সে রাখে। এই তো সেদিন, একটেল নম্বরে 1 যোগ করতে হবে শুনে সে তো চিন্তায় পরে গেলো, বলে এখন কি 018 এর পর 1 যোগ করে 019 করতে হবে ? [গাঢ়] ঘটনা ঃ 02 [/গাঢ়] শুক্রবার, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। মোটকা মাসুম ওর মোবাইল ফোনটা সাফি'র দিকে বাড়িয়ে বলল : - মোবাইলটা নে তো ! - কেন, কি হইছে ? - আজাইরা বইয়া আসোছ ... একটেল নম্বর গুলাতে 1 যোগ কইরা দে !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.