পাখি উড়ে যায় রেখে যায় ছায়া, মানুষ মরে যায় রেখে যায় মায়া।
বাংলাদেশের একটি জনপ্রিয় মোবাইল কোম্পানি একটেল। এই কোম্পানির লোকদের নাম ভাঙ্গিয়ে কিছু প্রতারক চক্র বিভিন্নভাবে লোভ দেখিয়ে কয়েকজন গ্রাহক থেকে হাতিয়ে নিয়েছে হাজার হাজার টাকা। আজ দৈনিক নয়াদিগন্ত পত্রিকা এই খবর প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে গত ১৪ই সেপ্টেম্বর ০১৮২৪২৭৩৯৬৭ এই নাম্বার থেকে একটেল কর্মকর্তা শাহরিয়ার পরিচয় দিয়ে একটেল গ্রাহক রুবিকে জানান যে, একটেল প্রতিযোগীতায় তিনি একটি গাড়ি জিতেছেন।
গাড়ি অথবা তার মূল্য সাড়ে সাত লাখ টাকা তাকে পৌছে দেয়া হবে। তবে বিভিন্ন খরচ বাবদ ৬৫০০ টাকা দিতে হবে এবং ০১৮২০৫১৪৩১৯ এই নম্বরে টাকা লোড করতে অনুরোধ জানান। পাশাপাশি বিষয়টি গোপন রাখতে বলেন। রুবি ওই নাম্বারে দ্রুত টাকা পাঠান। কিন্তু এর পর থেকে আর ওই নাম্বারে ফোন রিসিভ করছে না দেখে তিনি বুঝতে পেরেছেন যে, তিনি প্রতারিত হয়েছেন।
একইভাবে ভোলা এলজিআইডি'র একজন প্রকৌশলীও প্রতারিত হয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়টি ভোলা একটেল কাস্টমার কেয়ারে জানালে কর্মকর্তা মহসিন বলেন, একটি প্রতারক চক্র একইভাবে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছেন ভোলার আরো অনেকের কাছ থেকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।