একজন অলস মানুষ আমি
সম্প্রতি একটেল একটা প্রমোশন চালাচ্ছে,২৫ টাকার কথা বললে,পরের দিন ৫ মিনিট ফ্রী কথা বলা যাবে যে কোনো অপারেটরে। আমি এই ধরণের প্রমোশনে বিশ্বাসী না হলে ও আমার কিছু বন্ধু আছে যারা এই প্রমোশন কে সত্যি মনে করে ২৫ টাকার কথা বলেছে। প্রমোশন এর নিয়ম অনুযায়ী তারা ৫ মিনিট ফ্রী ও পেয়েছে। তবে, ওই ফ্রী মিনিট তারা ইউজ করতে পারেনি। ফ্রী মিনিট থাকার পর ও তা ফ্রী হিসেবে থাকলো।
আর, কথা বললে, মূল ব্যালেন্স থেকে টাকা কাটতে থাকলো। এইভাবে ৩ দিন ধোঁকা খাওয়ার পর তারা আর ২৫ টাকার কথা ও বলছে না/বললে ও ফ্রী মিনিট চেক না করে স্বাভাবিক ভাবে কথা বলে যাচ্ছে। আমার প্রশ্ন হলো, একটেল এই ধরণের প্রমোশন কেন অফার করলো,যা তারা পূরণে সক্ষম নয়।
একটেল এর বিবেকের কাছে আমার এই প্রশ্ন?
প্রমাণ হিসেবে আমার এক বন্ধুর মোবাইল নাম্বার দিলাম-যে ধোঁকা খেয়েছে।
০১৮১৯৩৬২৭৭৪।
যদি একটেল এর কোনো অথরিটি এই লেখা পড়ে থাকেন,ব্যাপার টা জানাবেন...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।