আমাদের কথা খুঁজে নিন

   

পানির দাবীতে শেষ পর্যন্ত রাস্তায় নেমে এল বাড্ডার এলাকাবাসী

কোন একদিন.. এদেশের আকাশে... কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই ... খোদায়ী বিধান পেয়ে দু:খ বেদনা ভুলবে..

গত মাস থেকে এলাকাতে পানির ব্যপক সংকট চলছে। একে তো বিদ্যুৎ নেই তার উপর পানিও নেই। বলা চলে সাধারন দরিদ্র এই মানুষগুলোকে ইঁদুরের গর্তে মাটি দিয়ে কবর দেয়ার ব্যবস্থা করা হয়েছে। ছেলে বুড়ো, মহিলা, শিশু সকলে হাতে জগ, কলসী ইত্যাদি হাতে নিয়ে এলাকার এক কোন থেকে আরেক কোন পর্যন্ত ছুটোছুটি করে পানির জন্য। দুমাসের বাচ্চা কোলে নিয়ে কোন নারীকে কলসী কাঁখে রাত তিনটের সময় পানির জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কোন কবির পেট থেকে নিশ্চয়ই কোন কবিতা লেখার আবেগ আসবেনা, বরং যা আসবে তা হচ্ছে দুচোখের জল।

গভীর রাতে পাঁচ সাত বছরের একটা বাচ্চাকেও পানির খোঁজে বেরুতে হচ্ছে। আর কত সহ্য করবে ওরা। এবার গর্জে উঠেছে তারা। গনতান্ত্রিক দেশে তাদেরও কথা বলার অধিকার আছে। আছে অধিকার আদায়ের জন্য আন্দোলন করার অধিকার।

শহরের একটা অংশের মানুষ পানির অভাবে মরতে বসেছে, তাদের কষ্ট দেখার জন্য কেউ নেই। এদের ভোট নিয়ে যে পার্লামেন্টের সদস্য হয়েছে তার দেখা পাওয়াও তো সূর্য পশ্চিম দিকে উদয় হবার মত ব্যপার। তাই এবার নিজেদের দাবী নিয়ে রাস্তায় নেমে এসেছিল সবাই। কয়েকঘন্টা ধরে বাড্ডা বিশ্বরোড অবরোধ করে তাদের দাবী জানিয়েছে। হাস্যকর লেগেছে এই ভেবে যে, সেখানে ওয়াসা কিংবা সরকারের কাউকে দেখলাম না কোন আশ্বাস নিয়ে আসতে।

বরং তারাই পুলিশ পাঠিয়ে সাধারন মানুষের মুখে কুলুপ এঁটে দিতে চেয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.