আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক



ঢাকা এবং চট্টগ্রাম বাংলাদেশের দুই প্রধান শহর। ঢাকাকে প্রশাসনিক ও চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে অভিহিত করা হয়। ঢাকা প্রায় সবদিক থেকেই দেশের কেন্দ্রবিন্দু এবং বন্দরনগরী হিসেবে চট্টগ্রাম মহিমান্বিত। তাই স্বাভাবিকভাবেই এই দুই শহরে মানুষের যাতায়াত বেশী। ঢাকা ও চট্টগ্রামের মধ্যে যোগাযোগ ব্যবস্হা বেশ ভাল হলেও ঝুঁকিমুক্ত নয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক শুধু বাংলাদেশেরই নয়, এশিয়ারই অন্যতম ব্যস্ততম সড়ক। আর এই সড়কটিই মৃত্যুফাঁদ। অহরহ দুর্ঘটনা ঘটছে এই মহাসড়কে। অনেক আগেই দাবি উঠেছিল এই সড়কটি চার লেনে উন্নীত করা হোক, আজও হয়নি তা। এছাড়াও চট্টগ্রামের সীতাকুন্ড এলাকায় এই মহাসড়কে ছোট বড় গর্তের কারণে দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত।

মহাসড়কটির কুমিল্লা এলাকায় রয়েছে অনেকগুলো ঝুঁকিপূর্ণ বাঁক, যে বাঁকগুলো হয়ে উঠে এই মহাসড়কটি অনিরাপদ হয়ে উঠার কারণ। আমার এ লেখাটি সরকারের উচ্চ পর্যায়ে পৌছাবেনা, এটা জানি। তবুও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, সড়কটি নিরাপদ করতে যথাযথ ব্যবস্হা নেয়া হোক। নিম্নে উল্লেখিত পদক্ষেপগুলো গ্রহণ করা হোক। > এই মহাসড়কের ত্রুটি গুলো চিহ্নিত করে মেরামতের ব্যবস্হা নেয়া হোক।

> মহাসড়কটি চার লেনে উন্নীত করা হোক। > এই মহাসড়কে চলাচলকারী যানবাহনের চালকদের প্রশিক্ষণের ব্যবস্হা নেয়া হোক। > লাইসেন্সবিহীন সকল যানবাহনের ব্যাপারে কড়া নজরদারী করা হোক। > হাইওয়ে পুলিশকে কার্যকর করা হোক। > সর্বোপরি সকলের মাঝে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেয়া হোক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।