ফুলের সৌরভে সুরভিত কলমের কণ্ঠস্বর
ভিআইপি কেবিন না পাওয়ায় পিরোজপুর - ১ আসনের মাননীয় এমপি এমএ আউয়াল গতকাল রাতে এমভি সুরভী - ৭ লঞ্চ ঘাটে ১ ঘন্টা আটকে রাখে। পরে লঞ্চ মালিকের মধ্যাস্থতায় সমস্যাটির ফয়সালা হয়।
জানা গেছে এমপি আউয়াল ২টি ভিআইপি কেবিন বুকিং দিলে লঞ্চ কর্তৃপক্ষ তা দিতে ব্যর্থ হন। লঞ্চ ছাড়ার সময় সে উপস্থিত হলে কর্তৃপক্ষ তাকে ২টি সিঙ্গেল কেবিন দেয়। এ ঘটনায় তিনি ক্ষিপ্ত হয়ে লঞ্চটিকে ঘাটে ১ ঘন্টা আটকে রাখে।
এনিয়ে লঞ্চ কর্তৃপক্ষের সাথে বাক বিতন্ডা বেজে যায়। পরে সরভী লঞ্চের মালিক এসে ঘটনা নিয়ন্ত্রনে আনেন।
লঞ্চের একজন যাত্রী বলেন, একটি সামান্য বিষয় নিয়ে আমাদরে সকল যাত্রীদের ১ঘন্টা আটকে রেখেছেন এই এমপি। অথচ, ভোটের সময় প্রয়োজনে লঞ্চের ডেকে যেতেও দ্বিধা করেননা অনেক এমপি। এরাই আমাদের দেশের রাজনীতিবিদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।