ফুলের সৌরভে সুরভিত কলমের কণ্ঠস্বর
জিয়াকে যারা স্বাধীনতার ঘোষক মানতে রাজি নয়, তারাই 'প্রকৃত যুদ্ধাপরাধী' বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, '' আদালতের রায়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়নি। আদালতের কথায় আমরা মুক্তিযুদ্ধে যাইনি। মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা শুনে আমরা যুদ্ধে গেছি। তাই যারা জিয়া স্বাধীনতার ঘোষক নন দাবি করেন, তারাই প্রকৃত যুদ্ধাপরাধী।
''
গত ১৩ মার্চ আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সতর্ক করে দিয়ে বলেছিলেন, জিয়াউর রহমানকে যারা স্বাধীনতার ঘোষক বলবে, তাদের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত বছর হাইকোর্টের এক রায়ে বলা হয়, জিয়াউর রহমান নন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। পরবর্তিতে সুপ্রিম কোর্টও ওই রায় বহাল রাখে।
আইন প্রতিমন্ত্রীর ওই সতর্কবাণীর বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি নেতা গয়েশ্বর বলেন, "জিয়াকে জনগণ স্বাধীনতার ঘোষক বলবেই, তাদের মুখ কেউ বন্ধ করে রাখতে পারবে না। "
আমার প্রশ্ন হচ্ছে গয়েশ্বর কোথায় বসে জিয়ার ঘোষনা শুনেছিলেন।
সে কি তখন চট্টগ্রাম এলাকায় ছিলেন? নাকি ঢাকা বসে শুনেছিলেন?
আর আমরা কি জিয়াকে ঘোষক মানতে রাজি আছি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।