আমাদের কথা খুঁজে নিন

   

কচ্ছপের কথা

To put the world right in order, we must first put the nation in order; to put the nation in order, we must first put the family in order; to put the family in order, we must first cultivate our personal life; we must first set our hearts right -Confucius
>সামুদ্রিক কচ্ছপ তার শরীরে ঢুকে যাওয়া লবণাক্ত পানি চোখ দিয়েবের করে দেয়। ফলেপ্রায় সময়মনে হয়কচ্ছপ কাঁদছে। > কিছু প্রজাতির কচ্ছপ খাবার না খেয়েপ্রায় এক বছর বেঁচে থাকতে পারে। > ‘লেথারব্যাক’ কচ্ছপ প্রজাতির মধ্যে সবচেয়ে বড় আকারের। গড়পড়তা একেকটি কচ্ছপ প্রায়সাড়ে ছয় ফুট লম্বা হয়।

>‘গ্রিন সি’ জাতের কচ্ছপ নিঃশ্বাস গ্রহণছাড়াই একনাগাড়ে সাড়ে পাঁচ ঘণ্টা পানির নিচে থাকতে পারে। > ‘ডেজার্ট’ কচ্ছপ সবচেয়ে স্লথগতির। মিনিটে মাত্র দুই ফুট এগোতে পারে এরা। > ডিম পাড়ার আগে স্ত্রী-কচ্ছপ একই রকম কয়েকটি নকল গর্ত তৈরি করে নেয়, যাতে শত্রু বিভ্রান্ত হয়। >বিপদ দেখলে ‘গ্রিন’ কচ্ছপ ঘণ্টায় প্রায় ২০ মাইল গতিতে সাঁতার কাটতে পারে।

> ‘স্নেক-নেক’ কচ্ছপের গলার দৈর্ঘ্য এদের শরীরের প্রায়সমান হয়। কচ্ছপের ডিম ফুটতে প্রায় দুই মাস লাগে। বাচ্চা ছেলে না মেয়ে হবে, তা নির্ভর করে তাপমাত্রার ওপর।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.