আমাদের কথা খুঁজে নিন

   

চবির পরীক্ষা হলে ছাত্রলীগের তালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হলে তালা লাগিয়ে দিয়েছে ছাত্রলীগ কর্মীরা। সেলিম রেজা মৃধা নামে এক ছাত্রলীগ কর্মীকে পরীক্ষায় অংশ নিতে না দেওয়ার জের ধরে গতকাল এ ঘটনা ঘটে। মৃধা নৃ-বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

ঘটনার সত্যতা স্বীকার করে চবি প্রক্টর মো. সিরাজ উদ দৌলাহ বলেন, এ ঘটনার তদন্ত করা হচ্ছে। যারা এ কাজে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নৃ-বিজ্ঞান বিভাগ সূত্রে জানা যায়, ক্লাসে উপস্থিতির হার কম থাকায় মৃধাকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে সৌমেন পালিতের নেতৃত্বে ছাত্রলীগের ২০-২২ জনের একটি দল পরীক্ষা হলে তালা লাগিয়ে দেয়। পরে প্রক্টরিয়াল বডি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দেড় ঘণ্টা বিলম্বে পরীক্ষা শুরু হয়।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.