জয়পুরহাট সরকারি কলেজ ছাত্র সংসদের টাকার ভাগবাটোয়ারায় সমঝোতা না হওয়ায় গতকাল দুপুরে ছাত্রলীগের একদল কর্মী কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষের কক্ষসহ অফিস কক্ষে তালা লাগিয়ে দিয়েছেন।
অধ্যক্ষ মো. একরামূল হক টাকার ভাগবাটোয়ারার কথা অস্বীকার করে বলেন, নবীনবরণের তারিখ পেছানো নিয়ে তাদের সঙ্গে কথা হচ্ছিল, এর মধ্যে নাম না জানা কিছু ছাত্র তালা লাগিয়ে দেয়। কলেজের প্রধান সহকারী কালাচাঁদ জানান, একদল বহিরাগত এসে তাদের অফিস কক্ষের বাইরে যেতে বলে এবং না গেলে অপমান করা হবে- এমন কথা বলার পর তারা বাইরে চলে যায়। এরপর তারা তালা লাগিয়ে দেয়। তবে কিছুক্ষণ পর আবার তালা খুলে দেয়। জেলা ছাত্রলীগের সভাপতি জুলফিকার আলী রনি বলেন, বার বার নবীনবরণের তারিখ পেছানোর কারণে স্যারদের চাপে রাখতে তালা লাগানো হয়েছিল। আমি বলার পর তালা খুলে দিয়েছে তারা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।