আমাদের কথা খুঁজে নিন

   

ভাষা মহান আল্লাহর গুরুত্বপূর্ণ নেয়ামত

ভাষা হলো মহান আল্লাহর একটি গুরুত্বপূর্ণ নেয়ামত। যেসব গুণাবলির জন্য মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে বিবেচিত হয়, মানুষের কথা বলা তথা মনের ভাব প্রকাশের যোগ্যতা তার মধ্যে অন্যতম। আল্লাহ মানুষকে অসংখ্য ভাষা দান করেছেন। সব মানুষ যেমন আল্লাহর সৃষ্টি তেমন সব ভাষাও মহান আল্লাহর দান। আল্লাহ মানুষের মাতৃভাষাকে বিশেষ মর্যাদা দিয়েছেন। দুনিয়ায় এক লাখ কিংবা দুই লাখ ২৪ হাজার নবী রাসূল এসেছেন তাদের সবার কাছে আল্লাহর ওহি এসেছে তার মাতৃভাষায়। মানুষ মাতৃভাষায় কথা বলতে ভালোবাসে। মাতৃভাষায় মনের ভাব যত নিখুঁতভাবে মানুষ প্রকাশ করতে পারে অন্য ভাষায় তা সম্ভব নয়। যে কারণে আল্লাহ যুগে যুগে হেদায়েতের জন্য নবী-রাসূলদের কাছে তাদের মাতৃভাষায় ওহি পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ কিতাব তার মাতৃভাষা আরবিতে নাজিল হয়। হজরত ঈসা (আ.), হজরত মূসা (আ.) ও হজরত দাউদ (আ.)-এর কাছে আসমানি কিতাব নাজিল হয়েছিল সংশ্লিষ্ট নবী রাসূলদের নিজের ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ১৪ নম্বর আয়াতে ইরশাদ করেছেন_ 'আমি সব নবীকে তার স্বজাতির ভাষায় প্রেরণ করেছি, যাতে তাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে।' সূরা ইউসুফের ২ নম্বর আয়াতে ইরশাদ করা হয়েছে, 'আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি, যাতে তোমরা সহজেই অনুধাবন করতে পার।'

সব ভাষা যেহেতু আল্লাহর নেয়ামত সেহেতু কোনো ভাষার প্রতি বিদ্বেষ পোষণ শোভনীয় নয়। মাতৃভাষার প্রতি দরদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তিনি নিজেও বিশুদ্ধ আরবি ভাষী হিসেবে গর্ববোধ করতেন। বাংলা ভাষী হিসেবে আমাদের সবারই নিজেদের ভাষা বা মাতৃভাষার প্রতি মমত্ববোধ থাকা উচিত। তেমন মুসলমান হিসেবে পবিত্র কোরআনের ভাষা আরবি ভাষার প্রতি তামাদের শ্রদ্ধাবোধ থাকা বাঞ্ছনীয়। বাংলাভাষা বাঙালিদের ভাষা। এ ভাষার সঙ্গে মুসলমানদের যোগসূত্র ঐতিহাসিকভাবে স্বীকৃত। আমাদের এই ভূখণ্ড বাংলা নাম পেয়েছে মুসলিম শাসনামলে। বাংলা ভাষা মুসলিম সুলতানদের আমলে রাজদরবারের ভাষার মর্যাদা লাভ করে। ১৯৫২ সালে ভাষার জন্য যারা প্রাণদান করেন তারাও সবাই মুসলমান। আল্লাহ আমাদের সবাইকে মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখার তাওফিক দান করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.