সিলেটে ব্র্যাক ব্যাংকের কোটি টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ছাত্রদল কর্মী, ব্র্যাকের গাড়ি চালকসহ ৮ জনকে আটক করেছে র্যাব-পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রায় ৯ লাখ টাকা। তবে মূল হোতা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। মূল পরিকল্পনাকারীর নেতৃত্বে ১৫ জনের তিনটি ছিনতাইকারী দল এতে অংশ নেয়। তবে র্যাব জানিয়েছে, মূল হোতাকে চিহ্নিত করা গেছে। শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে। গতকাল সিলেটের র্যাব-৯ এর সদর দফতরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৯ এর অধিনায়ক রাশেদ সাত্তার।
গত ২৯ সেপ্টেম্বর দুপুরে আতিরবাড়ি এলাকা থেকে ব্র্যাক ব্যাংকের এক কোটি টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
সংবাদ সম্মেলনে র্যাব অধিনায়ক বলেন, ২৪ সেপ্টেম্বর এই ছিনতাইয়ের পরিকল্পনা করা হয়। ব্র্যাক ব্যাংকের বিশ্বনাথ শাখার গাড়ি চালক সুহেল আহমদ ছিনতাইকারীদের তথ্য দিয়ে সহযোগিতা করেন। মূল পরিকল্পনাকারীর নেতৃত্বে ১৫ জনের তিনটি ছিনতাইকারী দল এ অভিযানে অংশ নেয়।
ছিনতাই করা টাকার মধ্যে মূল পরিকল্পনাকারী ৬০ লাখ টাকা নিয়ে নেয়। বাকি ৪০ লাখ টাকা ভাগ করে নেয় অপর ১৪ ছিনতাইকারী।
এ ঘটনায় র্যাবের হাতে আটককৃতরা হলো- ব্যাংকের গাড়ি চালক নগরীর টিলাগড়ের বাসিন্দা সুহেল আহমদ, মহানগর ছাত্রদল নেতা নগরীর আখলিয়ার বাসিন্দা আজাদ রহমান, এনাম আহমদ, কুয়ারপাড়ের আজিজুল হক আরজু, গোয়াইপাড়ার আমির হোসেন হাজারি ও সুনামগঞ্জের জগন্নাথপুরের সুজন মিয়া। তাদের কাছ থেকে এক লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আর পুলিশের হাতে আটক বালুচরের কুদ্দুস ও ইমরানের কাছ থেকে ৭ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।