http://www.facebook.com/Kobitar.Khata
আমার এখনও মনে আছে, ১৯৯৬ তে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসল তার পরদিনই টিভিতে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার হচ্ছিল। আমি আমাদের গ্রামের বাজারে রিক্সাওয়ালা, কৃষক মজুর ও সাধারণ মানুষ একসাথে ধাক্কাধাক্কি করে টিভিতে সেই ভাষণ দেখেছিলাম। সেই দিন দেখেছিলাম বঙ্গবন্ধুর ভাষণ ভীষন আগ্রহ নিয়ে আওয়ামী লীগরে প্রতিপক্ষ জামায়াত বিএনপির লোকেরাও দেখছিল। কারণ অনেকেই আওয়ামী লীগকে পছন্দ করতো না ঠিকই কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে তাদের মাঝে ছিল ভীষণ আগ্রহ। বঙ্গবন্ধুকে নিয়ে সেই আগ্রহ মাস কয়েকের মধ্যেই বিভীষিকায় রুপান্তরিত হয়েছি।
তখন টিভিতে নাটক বা অন্য জনপ্রিয় অনেক অনুষ্ঠান দেখনো হতো। একটি ধারাবাহিক নাটক সাধারণত সপ্তাহে ১বার দেখানো হতো। অনেক আগ্রহ নিয়ে হয়তো সেই নাটক বা অন্য কোন অনুষ্ঠান দেখতে বসতাম। দেখা যেত ঐ অনুষ্ঠানের সময় বিনা নোটিশে বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান শুরু হয়ে গেছে। মেজাজ খারাফ করে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগকে কত যে গালি দিয়েছি তার কোন শেষ নাই।
যদি সেই গালি খাওয়ার মতো কোন আপরাধ বঙ্গবন্ধু করেন নি।
জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা যখন তখন যত্রতত্র ব্যবহার করা যায় না। আইন করে এটা বন্ধ করা হয়েছে। জিনিসগুলো সব সময় ব্যবহারের জন্য নয়। কেন জানেন? এই মহামূল্যবান সব সময় ব্যবহার হলে এগুলো তার মূল্য হারাবে।
এক সময় দেখা যাবে জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকা আমাদের মনে আর বিশেষ ভাবে দোলা দেবে না। অতি ব্যবহারে সব কিছুর আবেদন খুব সহজে পুরিয়ে যায়। আওয়ামী লীগ সরকার ও মিডিয়া গুলো যা শুরু করেছে তাতে করে বঙ্গবন্ধু অচিরেই মানুষের কাছে বিরক্তির কারণ হয়ে উঠবে। অতি ব্যবহারে বঙ্গবন্ধুর আবেদনও মানুষের কাছে কমে যাবে।
সুতরাং এটা বলা যায় যে, আওয়ামী লীগ বঙ্গবন্ধকে উপরের দিকে তোলার জন্য যা করছে তাতে করে বরং বঙ্গবন্ধু ক্রমাগত নিচের দিকে নামছে।
তারা যদি বুঝত যে অতিব্যবহারে সব কিছু আকর্ষণ হারায় তাহলে তারা এই কাজ করত না।
বঙ্গবন্ধু যদি সাধারণ মানুষের কাছে ''সাধারণ মানুষ'' হিসেবে বিবেচিত হয় তাহলে তার জন্য আওয়ামী লীগই দায়ী থাকবে।
আমি মনে করি বঙ্গবন্ধুকে নিচে নামানোর কাজ বিএনপি জামায়াত জোট হাজার চেষ্টা আর অপপ্রচার করেও করতে পারবেনা। বরং আওয়ামী লীগই তা করে দিচ্ছে।
গাধা গুলো যদি তা বুঝত!!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।