আর ভালা লাগে না, ইসটুডেন থাকতে কত সুখে আছিলাম!!
সামহোয়ারইনের যত পোস্ট দেখছি ইদানিং, বেশিরভাগই ব্রেকিং নিউজ নিয়ে পোস্ট! ব্লগারদের কি টপিকসের আকাল পড়েছে? ২৪/৭ নিউজ দেখা/জানার জন্য নিউজ সাইটের তো অভাব নেই, সামহোয়ারইনে কেন? প্রথম পেজে দেখুন কতগুলো ব্রেকিং নিউজের পোস্ট!
ব্লগে এসেছিলাম মানুষের সৃজনশীল ব্লগিং দেখতে, সেটা অনেক কমে গেছে ইদানিং। মাত্র তো আট-টা বাজল, টিভিগুলোতে নিউজ শেষ, আবার শুরু হবে ব্রেকিং নিউজ শেয়ার করা পোস্টের বহর! এরচেয়ে সবগুলো নিউজ সাইটের এ্যাড্রেস দিয়ে একটা পোস্ট করলেই তো হয়।
এক কাজ করা যাক, সামহোয়ারইনের নাম পরিবর্তন করে রাখা হোক-
সামহোয়ারইননিউজ.নেট
টিভির আওয়াজ!
ব্লগটাকে পরিছন্ন রাখা যায় না ভাইয়ারা? মুক্ত আলোচনা/ মুক্ত-প্রাণের বিনোদনের জায়গা করে রাখা যায় না? প্লিজ!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।