আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়ারইনের যত্তসব অপশনের ব্যাবচ্ছেদ (নবীন-প্রবীন ব্লগারদের জন্য)

একটি ভীষণ না থাকাকে সঙ্গে নিয়ে প্রতি রাতে ঘুমাতে যাই

সামহোয়ারে কোনো নতুন ব্লগার আসলেই তাদের প্রথম পোস্ট হয় "প্রথম পাতায় এক্সেস পাইলাম " আর দ্বিতীয় পোস্ট হয় "কমেন্টে কিভাবে ছবি দিবো" বা "পোস্টে কিভাবে ইউটিউব যোগ করবো?" এসব নিয়া ব্লগে অনেক কথা হইছে। অনেক আলোচনা হইছে। কিন্তু তারপরও এসব পোস্ট আসতেই থাকে এবং থাকবেই। কিন্তু পরে দেখা যায় পুরাতন ব্লগাররা অনেকেই এইসব পোস্টের আর কোনো রিপ্লাই দেন না বা দিতে উৎসাহ পান না। আমার এই পোস্টটা হলো সেইসব নতুন ব্লগারদের জন্য যারা এখানে এসে সহজে অনেক কিছু বুঝে উঠতে পারেন না।

পুরাতন ব্লগাররা ঐসব পোস্ট দেখলে দয়া করে এই পোস্টের লিংকটা পেস্ট করে দিবেন। বাকিটা নতুনরাই দেখে নিবে। ব্লগ সংক্রান্ত সাহায্য ও সাধারণ প্রশ্নোত্তর - মডারেটর সামহোয়্যারইন ব্লগের কোন অপশনের কাজ কি? - ত্রিভুজ কিভাবে পোস্টে ইউটিউব ভিডিও যোগ করবেন? - হাসিন সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই - দুর্লভ আপত্তিকর কমেন্ট রিপোর্ট করার প্রক্রিয়া - ব্লগেশ্বর কমেন্টে ছবি, ইমোটিকন, লিংক, ইউটিউব যোগ করতে - নাদান যখন বাংলা কাজ করেনা - সাইফুর মুছে যাওয়া কমেন্ট ফিরিয়ে আনা - নাফিস ইফতেখার ৩য় সংস্করনের ফিচার লিস্ট - নোটিশবোর্ড সামহোয়্যারের কিছু বাগ - নাফিস ইফতেখার প্রোফাইল উইজেট কি? - নোটিশবোর্ড উপরের লিংকগুলা ছিলো টেকি বিষয়ক। এবার আসুন, সাহিত্যিক বিষয়ক কিছু জানি। সা. ইনের নতুন ব্লগারদের জন্য কিছু পরামর্শ - রাজর্ষী সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি - নাফিস ইফতেখার সামহয়ারইনব্লগ ডিকশনারী Version 4.0 - The Bible of Somewhereinblog - নোবেলজয়ী ডিসক্লেইমার: এই পোস্টের সকল লিংকের জন্য আমি নোটিশবোর্ড,নোবেলজয়ী,নাফিস ইফতেখার,রাজর্ষী,ত্রিভুজ,হাসিন,সাইফুর,নাদান,দুর্লভ ও ব্লগেশ্বর এর কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.