ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।
নতুন আইন জারি এবং সামহোয়ারইনের প্রথম পেজ থেকে সব হাওয়া হয়ে যাবার পর কিছুক্ষন হইচই করলাম। নিজের উপর প্রচন্ড ক্ষোভ হল, কোন নিয়ন্ত্রন নেই বলে। তারপর সারাটা দিন নষ্ট করলাম কিভাবে এরকম একটা প্লাটফরম তৈরী করা যায় সেটা গবেষনা করে।
ওয়েবপ্রেস মিউ বা মালটি ব্লগিং এঞ্জিন আছে কতগুলা ওইগুলা ব্যবহার করা যায়। সময় পেলেই আমি একটা তৈরী করে ফেলব।
স্বাধীন এবং স্বতন্ত্র বাংলা ব্লগ প্লাটফরম। ততদিন লটকে থাকি...!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।